বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি দেশের পুঁজিবাজারে আধুনিকায়নের স্বপ্ন দেখালেও তাদের প্রশাসনিক ও জনসংযোগ কার্যক্রমে চরম অপেশাদারিত্ব ও দায়িত্বহীনতার চিত্র ফুটে উঠেছে। গত ২২ জানুয়ারি রাজধানীর কাওরানবাজারে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ সেমিনারের সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে সংস্থাটি সময় নিয়েছে দীর্ঘ পাঁচ দিন। তথ্যপ্রযুক্তির এই যুগে একটি পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমন ‘কচ্ছপ গতির’ কার্যক্রম সংশ্লিষ্ট মহলে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে।
গত ২২ জানুয়ারি এনএলআই সিকিউরিটিজের অফিসে “কমোডিটি ডেরিভেটিভস মার্কেট: এ নিউ ফ্রন্টিয়ার ফর বাংলাদেশ” শীর্ষক একটি উচ্চপর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়। সিএসই, ক্যাপিটাল মার্কেট সিইও ফোরাম এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি যৌথভাবে এর আয়োজন করে। অনুষ্ঠানে সিএসইর এমডি এম সাইফুর রহমান মজুমদারসহ বাজারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অথচ এই গুরুত্বপূর্ণ সংবাদের প্রেস বিজ্ঞপ্তি আজ ২৭ জানুয়ারি সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে।
দায়িত্বহীনতার চরম পরাকাষ্ঠা
সিএসইর মতো একটি জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে জনসংযোগ দেখার জন্য সুনির্দিষ্ট বিভাগ এবং বেতনভুক্ত কর্মকর্তা থাকা সত্ত্বেও একটি সংবাদ রিলিজ করতে কেন পাঁচ দিন সময় লাগলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমান সময়ে যেখানে কয়েক মিনিটের মধ্যে সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, সেখানে পাঁচ দিন পর সংবাদ পাঠানো কেবল উদাসীনতাই নয়, বরং দায়িত্ব পালনে চরম অবহেলা হিসেবে গণ্য হচ্ছে।
স্টেকহোল্ডারদের প্রতিক্রিয়া
পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, সিএসই যেখানে কমোডিটি এক্সচেঞ্জের মতো আধুনিক ও প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট হাতে নিয়েছে, সেখানে তাদের সাধারণ যোগাযোগ ব্যবস্থার এই বেহাল দশা উদ্বেগের কারণ। “যে প্রতিষ্ঠান একটি সেমিনারের তথ্য সময়মতো দিতে পারে না, তারা বাজারের ইকোসিস্টেম ও টেকনোলজিক্যাল কাঠামো কতটা দক্ষভাবে পরিচালনা করবে, তা নিয়ে সন্দেহ থেকেই যায়।”
সিএসইর এমডি এম সাইফুর রহমান মজুমদার সেমিনারে পুঁজিবাজারকে ‘ভাইব্রেন্ট’ করার কথা বললেও, প্রতিষ্ঠানের নিজস্ব প্রচার ও জনসংযোগ বিভাগের এমন স্থবিরতা বাজারের গতিশীলতার পরিপন্থী। এই বিলম্বের পেছনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অযোগ্যতা নাকি অবহেলা দায়ী, তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায়, সিএসইর প্রতিটি উদ্যোগই এমন প্রশাসনিক অদক্ষতার কবলে পড়ার আশঙ্কা রয়েছে।
৫ দিন পর কেন সংবাদ বিজ্ঞপ্তি তা জানতে এএম-পিএন্ডসিআর সিএসই,( ফোন-০১৭৬০৭৪৫৭৩৬) কে কয়েক দফায় ফোনে চেষ্টা করা হয়েছে। তা বন্ধ পাওয়া গেছে।











