বিনোদন ডেস্ক: ভারতীয় ক্রিকেট তারকা শুভমান গিলের সঙ্গে তাঁর প্রেম নিয়ে একসময় জোর গুঞ্জন ছিল। সোশ্যাল মিডিয়া হোক বা ক্রিকেট ফ্যানদের মহল সবার মুখে মুখে ফিরত শুভমান গিল ও শচিন-কন্যা সারা তেন্ডুলকারের ‘স্পেশাল বন্ধুত্ব’-এর গল্প। তবে সময় বদলেছে, সম্পর্কের সমীকরণও পাল্টেছে। এখন কানাঘুষো শোনা যাচ্ছে, সারার জীবনে নাকি নতুন একজন এসেছেন বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী।
সম্প্রতি মুম্বইয়ের একাধিক নামী রেস্তোরাঁয় সারার সঙ্গে সিদ্ধান্তকে একসঙ্গে দেখা গিয়েছে বলে খবর। তবে তাঁদের মধ্যে বন্ধুত্ব নাকি প্রেম তা নিয়ে সরাসরি কিছু বলেননি কেউই।
সারার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, “তাঁদের পরিচয় খুব বেশি দিনের নয়। তবে তাদের রসায়ন এক কথায় চমৎকার। সম্পর্কের বিষয়ে দু’জনেই এখনো সতর্ক, তবে সময়ের সঙ্গে তাদের বন্ধন দৃঢ় হচ্ছে।”
এর আগেও সিদ্ধান্তের সঙ্গে নাম জড়িয়েছিল নভ্যা নভেলি নন্দার, অর্থাৎ অমিতাভ বচ্চনের নাতনির। একাধিক পার্টি ও প্রাইভেট গেটটুগেদারে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। তবে এখন সেই গুঞ্জনের জায়গা নিয়েছে সিদ্ধান্ত-সারা জুটি।
অন্যদিকে, সারার নাম একসময় জড়িয়েছিল ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে। এমনকি ২০২৩ সালের বিশ্বকাপের সময় তাঁদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোড়ন পড়ে যায় নেটদুনিয়ায়। তবে সেই সম্পর্ক কখনোই প্রকাশ্যে স্বীকৃতি পায়নি। একইভাবে শুভমানের সঙ্গে বলিউড অভিনেত্রী সারা আলি খানের সম্পর্ক নিয়েও জল্পনা ছড়িয়েছিল।
এখন দেখার বিষয় সিদ্ধান্ত-সারার বন্ধুত্ব কোথায় গড়ায়? তারা কি আসলেই পরস্পরের ‘স্পেশাল ওয়ান’? নাকি এটা শুধুই মিডিয়া জল্পনা?