Home অন্যান্য সিরবাজ খানের সাফল্য: হিন্দুকুশের সর্বোচ্চ শৃঙ্গ তিরিচ মির জয়

সিরবাজ খানের সাফল্য: হিন্দুকুশের সর্বোচ্চ শৃঙ্গ তিরিচ মির জয়

বিজনেসটুডে২৪ ডেস্ক: খ্যাতনামা পাকিস্তানি পর্বতারোহী সিরবাজ খান সফলভাবে আরোহণ করেছেন হিন্দুকুশ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ তিরিচ মির। চিত্রালে অবস্থিত এই পর্বতটির উচ্চতা ৭ হাজার ৭০৮ মিটার।

তিরিচ মির এক্সপেডিশন ২০২৫ নামে অভিযাত্রাটি আয়োজন করে খাইবার পাখতুনখোয়া কালচার অ্যান্ড ট্যুরিজম অথরিটি। এতে জাতীয় ও স্থানীয় পর্বতারোহীরা অংশ নেন।

১৯৫০ সালে নরওয়ের একদল পর্বতারোহী প্রথমবারের মতো এই শৃঙ্গ জয় করে। এবারের আরোহণ সেই ঐতিহাসিক সাফল্যের ৭৫ বছর পূর্তি উপলক্ষে “প্লাটিনাম জুবিলি” হিসেবে উদ্‌যাপন করা হচ্ছে।

সিরবাজ খানের দলে চিত্রালের দুই তরুণ পর্বতারোহী—আকমল নাভিদ ও শামসুল কামার—৭ হাজার ২০০ মিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেও চূড়ায় উঠতে পারেননি। আরোহণ শুরুর আগে শামসুল কামার জানান, তিরিচ মির অভিযানে অংশ নিতে পেরে তিনি গর্বিত ও অনুপ্রাণিত। তার আশা, এ ধরনের সাফল্য স্থানীয় তরুণদের পর্বতারোহণে আগ্রহী করে তুলবে এবং এ অঞ্চলের পর্যটন প্রসারে সহায়ক হবে।

সম্প্রতি হুনজার আরেক খ্যাতিমান পর্বতারোহী আব্দুল জোশির নেতৃত্বে একদল পাকিস্তানি অভিযাত্রীও তিরিচ মির জয় করেন। এটি ছিল প্রথম সর্ব-পাকিস্তানি দল যারা এই শৃঙ্গে সফলভাবে আরোহণ করেছে।

চিত্রালের তিরিচ ভ্যালিতে অবস্থিত এই পর্বতকে ঘিরে রয়েছে নানা লোককথা। স্থানীয়দের বিশ্বাস, এটি পরীদের নিবাস এবং কালাশ ঐতিহ্যে এটি দেবতাদের প্রাসাদ হিসেবে বিবেচিত।

হুনজার শিমশাল ভ্যালির সন্তান সিরবাজ খান এর আগে ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছেন বিশ্বের সবগুলো ৮ হাজার মিটারের ওপরে থাকা ১৪টি শৃঙ্গ জয় করে প্রথম পাকিস্তানি হিসেবে।