Home আন্তর্জাতিক আর্জেন্টিনায় সিরিয়াল কিলার: শুক্রবারে ডেকে এনে খুন করতেন গৃহহীনদের

আর্জেন্টিনায় সিরিয়াল কিলার: শুক্রবারে ডেকে এনে খুন করতেন গৃহহীনদের

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার সান সালভাদর দে জুজুই শহরে পাঁচজন গৃহহীন ও বৃদ্ধ মানুষকে ভয়াবহভাবে হত্যা ও ছিন্নভিন্ন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যম তাকে ডাকছে “কুড়ালধারী খুনি” নামে। অভিযুক্ত ব্যক্তির নাম মাতিয়াস জুরাদো (৩৭)। তাকে চার মাসের জন্য আগাম তদন্তমূলক হেফাজতে পাঠিয়েছে আদালত।

দেশটির সিবিএস নিউজ জানায়, প্রত্যেকটি হত্যাকাণ্ড ঘটেছে শুক্রবারে। এই দিনে তিনি শহরের রাস্তায় ঘুরে ঘুরে গৃহহীন কিংবা একাকী অবস্থায় থাকা বৃদ্ধদের নিজের বাড়িতে নিয়ে যেতেন। পরে সেখানে তাদের উপর চালাতেন নির্মম নির্যাতন।

আর্জেন্টিনার অ্যাটর্নি জেনারেল সার্জিও লেলো সানচেজের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে রক্তাক্ত হাড়, চামড়ার টুকরো, দগ্ধ দেহাবশেষ এমনকি একটি মানুষের নাক উদ্ধার করেছে পুলিশ।

তদন্ত কর্মকর্তারা জানান, অভিযুক্ত জুরাদোর ১৬ বছর বয়সী ভাতিজাও বাড়িতে উপস্থিত ছিল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার চাচা প্রায় প্রতি শুক্রবার রাতে বাড়িতে নতুন একজন করে মানুষ নিয়ে আসতেন। যারা বেশিরভাগই হতদরিদ্র, গৃহহীন কিংবা অসহায় বৃদ্ধ মানুষ।

ভাতিজার বর্ণনা অনুযায়ী, “চাচা তাদের মারধর করতেন, খুন করতেন, দেহ কেটে ফেলতেন, আগুনে পোড়াতেন এবং পরে সেই দেহাবশেষ প্যাকেট করে ময়লার ব্যাগে ভরে ফেলে দিতেন।”

স্থানীয় সংবাদমাধ্যম এ২৪ জানিয়েছে, আশপাশের প্রতিবেশীরা তাকে ‘মাচেতে-ম্যান’ হিসেবে চিনলেও কখনো ভাবেননি যে তিনি এমন ভয়াবহ অপরাধে যুক্ত। তারা বলছেন, তিনি প্রায়ই রাতের বেলা হুইলবাড়িতে কিছু বহন করতেন, আগুন লাগাতেন এবং সন্দেহজনক ব্যাগ বহন করতেন।

পাঁচজন মানুষ একই বাসস্টপ থেকে নিখোঁজ হওয়ার পর পুলিশ সন্দেহ করতে শুরু করে এবং তদন্তে নেমে জুরাদোর বাড়িতে অভিযান চালায়। সেখানেই ভয়াবহ সব প্রমাণ পাওয়া যায়।

তবে অভিযুক্ত মাতিয়াস জুরাদো নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি আদালতে বলেন, এই অভিযোগ ভিত্তিহীন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

তদন্ত এখনো চলছে এবং কর্তৃপক্ষ বলছে, এই হত্যাকাণ্ডগুলো পূর্বপরিকল্পিত এবং অত্যন্ত নিষ্ঠুরতার সঙ্গে ঘটানো হয়েছে। অভিযুক্তের মনস্তাত্ত্বিক অবস্থা নিয়েও তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা।