Home Third Lead সিলেটে এইচএসসিতে নজিরবিহীন ধস: পাসের হার অর্ধেকে নেমে ৫১.৮৬%

সিলেটে এইচএসসিতে নজিরবিহীন ধস: পাসের হার অর্ধেকে নেমে ৫১.৮৬%

ছবি সংগৃহীত
 গত ১২ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল। ইংরেজি ও গণিতে বেশি অকৃতকার্য, শিক্ষাবিদরা দেখছেন কাঠামোগত সংকেত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে নেমেছে এক নজিরবিহীন ধস। গত ১২ বছরের মধ্যে এবারের ফলাফল সবচেয়ে খারাপ। বোর্ডে পাসের হার নেমে এসেছে মাত্র ৫১ দশমিক ৮৬ শতাংশে—অর্থাৎ প্রায় অর্ধেক শিক্ষার্থী অকৃতকার্য।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। তিনি জানান, “ইংরেজি ও গণিতসহ কয়েকটি বিষয়ে আশানুরূপ ফল না করায় সামগ্রিক ফলাফল নিম্নমুখী হয়েছে।”

🔹 তুলনামূলক অবস্থান: দেশের মধ্যে নিচের দিকেই সিলেট

এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার ঢাকায়—৬৪ দশমিক ৬২ শতাংশ। এরপর বরিশাল ৬২.৫৭, রাজশাহী ৫৯.৪০, দিনাজপুর ৫৭.৪৯, চট্টগ্রাম ৫২.৫৭, সিলেট ৫১.৮৬, ময়মনসিংহ ৫১.৫৪, যশোর ৫০.২০ এবং কুমিল্লা ৪৮.৮৬ শতাংশ।
অর্থাৎ, সিলেট বোর্ডের অবস্থান কুমিল্লার পরেই, দেশের দ্বিতীয় সর্বনিম্ন।

🔹 জিপিএ-৫ এও বড় পিছিয়ে

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যায়ও সিলেট বোর্ড পিছিয়ে পড়েছে। এবার সিলেটে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১,৬০২ জন—এর মধ্যে ছেলে ৬৮১ ও মেয়ে ৯২১ জন।
তুলনায়, ঢাকা বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছে ২৬,৬৩৩ জন শিক্ষার্থী।

🔹 পাসের হার ও বিভাগভিত্তিক চিত্র

সিলেট বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ৯৪৪ জন। পরীক্ষায় অংশ নেন ৬৯ হাজার ১৭২ জন, পাশ করেছেন ৩৫ হাজার ৮৭০ জন।
ছেলেদের পাসের হার ৪৯.৯৬ শতাংশ, মেয়েদের ৫৩.১৩ শতাংশ—অর্থাৎ মেয়েরা এগিয়ে।

বিভাগভিত্তিক ফলাফল:

বিজ্ঞান: ৭৫.৯৫% (জিপিএ-৫ প্রাপ্ত ১,৩৭৯ জন)

ব্যবসায় শিক্ষা: ৫০.১৮% (জিপিএ-৫ প্রাপ্ত ৭০ জন)

মানবিক: ৪৫.৫৯% (জিপিএ-৫ প্রাপ্ত ১৫৩ জন)


🔹 জেলাভিত্তিক বৈষম্যও প্রকট

সিলেট বিভাগের চার জেলায় ফলাফলে বড় পার্থক্য দেখা গেছে—

  • সিলেট জেলা: ৬০.৬১%
  • হবিগঞ্জ: ৪৯.৮৮%
  • সুনামগঞ্জ: ৪৬.৩৫%
  • মৌলভীবাজার: ৪৫.৮০%

এ হিসেবে মৌলভীবাজারে সর্বনিম্ন এবং সিলেট জেলায় সর্বোচ্চ পাসের হার।


🔹 সাত বছরের ফলাফলের ধারায় ভয়াবহ পতন

সিলেট বোর্ডের গত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর অভূতপূর্ব ধস নেমেছে—

বছর পাসের হার (%)
২০২৪ ৮৫.৩৯
২০২৩ ৭১.৬২
২০২২ ৮১.৪০
২০২১ ৯৪.৮০
২০২০ ১০০ (অটোপাস)
২০১৯ ৬৭.০৫
২০১৮ ৭৩.৭০
২০২৫ ৫১.৮৬