আজহার মুনিম, লন্ডন: বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র নর্থ রিজিওনাল কার্যকরী নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। গত ১৪ অক্টোবর (রবিবার) স্থানীয় সময় দুপুর ২টায় ব্রাডফোর্ডের শাপলা কমিউনিটি সেন্টারে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী। সঞ্চালনা করেন নর্থ রিজিওনের সেক্রেটারি এনামুল হক ও রুহেল মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কনভেনর ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, সাবেক সেক্রেটারি ও মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, ড. মনুজ জোসি এমবিই ডিএল, ড. শওকত আহমদ এমবিই, কেন্দ্রীয় ট্রেজারার কাউন্সিলার আশরাফ মিয়া, উপদেষ্টা আলহাজ্ব সুরাবুর রহমান, রিজিওনাল ট্রেজারার কাউন্সিলার ফুলজার আহমদ, সাউথ ওয়েস্ট রিজিওনাল চেয়ারপার্সন নজমুল ইসলাম, জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট মীর গোলাম মস্তফা, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন রুহেল, সাংবাদিক সৈয়দ ছাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির, ইউনিটি অব মৌলভীবাজারের প্রেসিডেন্ট আব্দুর রউফ তালুকদার, সাউথ ওয়েস্ট রিজিওনাল ট্রেজারার সোহেল মিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ কাহেরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
রিজিওনাল নেতৃবৃন্দের মধ্যে জামাল আলী জেপি, শাহাব উদ্দিন, মোহাম্মদ সালেহ, রুকনুজ্জামান, কবির উদ্দিন, মসুদ চৌধুরী, সৈয়দ আনোয়ার হোসেন ও আব্দুল বাসিত বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্য দেন প্রবীণ মুরব্বি হাজী কবির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় ও শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর। ঘোষিত ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে কাউন্সিলার আশরাফ মিয়া নির্বাচিত হন চেয়ারপার্সন, এনামুল হক সাধারণ সম্পাদক এবং কাউন্সিলার ফুলজার আহমদ ট্রেজারার হিসেবে। পাশাপাশি ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদেরও তালিকা প্রকাশ করা হয়।
প্রধান অতিথি ড. হাসনাত এম. হোসাইন এমবিই তাঁর বক্তৃতায় বলেন, “প্রবাসে ঐক্যবদ্ধভাবে কাজ করলে স্থানীয় সমাজে বাংলাদেশি কমিউনিটির অবস্থান আরও শক্তিশালী হবে।” তিনি নতুন কমিটিকে স্থানীয় কমিউনিটির উন্নয়ন, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং গ্রেটার সিলেট অঞ্চলের দাবি-দাওয়ার পক্ষে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর তাঁর বক্তৃতায় বলেন, “প্রবাসীদের বিমানবন্দর ও দেশে নানা ধরনের হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি ‘নো-ভিসা ফি’ চালু করা ও বিমানের ভাড়া কমানোর উদ্যোগ নিতে হবে।” তিনি আরও দাবি জানান, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি।
উৎসবমুখর এই অভিষেক অনুষ্ঠানটি ছিল প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সহযোগিতা ও উন্নয়নের প্রত্যয়ের এক অনন্য উদাহরণ।