বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা এবং বাহিনীর ওপর হামলার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হলো।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে র্যাব-৭-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত রবিবার ও সোমবার চট্টগ্রাম মহানগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নতুন গ্রেপ্তার হওয়া দুজন হলেন: ১. মো. মিজান (৫৩): তিনি মামলার এজাহারভুক্ত আসামি। তার বাড়ি চাঁদপুরের শাহরাস্তি এলাকায়। ২. মো. মামুন (৩৮): তাকে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। সীতাকুণ্ড থানার ওসি মাহিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুই দিনে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট
গত ১৯ জানুয়ারি বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নিহত হন র্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া। হামলায় আরও তিন র্যাব সদস্য আহত হন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনের নির্দেশে রামদা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় ছিনিয়ে নেওয়া হয় র্যাবের হাতে আটক এক আসামিকে এবং চার র্যাব সদস্যকে অপহরণ করা হয়। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা সম্ভব হয়।
এই ঘটনায় গত ২২ জানুয়ারি সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়। এতে মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।