আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের রাজধানী জুরিখগামী একটি উড়োজাহাজে এক ভারতীয় ব্যবসায়ী ১৭ মার্চ এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সুইস এয়ারলাইন্সের উড়োজাহাজে ঘটনাটি ঘটে, যেখানে বিমানসেবা চলাকালীন নয় ঘণ্টার যাত্রায় ব্যবসায়ীটি বছর ১৫-এর মেয়েটির পাশের আসনে বসে ছিলেন।
সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, উড়োজাহাজে অনেক আসন ফাঁকা ছিল এবং যাত্রার কিছু সময় পরে মেয়েটি ঘুমিয়ে পড়েন। এ সুযোগে ব্যবসায়ী মেয়েটিকে ধর্ষণ করেন। বিমানসেবীরা বা অন্যান্য যাত্রীরা ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
বিমান অবতরণের পর, নাবালিকা অভিযোগ করলে ব্যবসায়ীকে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জুরিখের আদালত তাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করেছেন। সুইজারল্যান্ডের আইন অনুযায়ী তাকে দেড় বছরের কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।
সূত্র জানায়, ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় ওই ব্যবসায়ীকে ভারতে ফেরত পাঠানো হবে। ভারতের আইন অনুসারে দেশে ফেরার পর তিনি জেল খাটবেন। সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ আসামির নাম প্রকাশ করেনি। তবে আদালতে ব্যবসায়ী অভিযোগ স্বীকার করেছেন।
বিমানবন্দরে এই ধরনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার সংহত চ্যালেঞ্জও তুলে ধরে। বিশেষজ্ঞরা বলছেন, বিমান যাত্রায় শিশু ও নাবালিকার সুরক্ষার জন্য আরও কঠোর মনিটরিং এবং পর্যবেক্ষণ প্রয়োজন।