Home আইন-আদালত ‘সুগার ড্যাডি’ সেজে যৌন নিপিড়ন: মালয়েশিয়ান যুবকের ১২ বছরের কারাদণ্ড

‘সুগার ড্যাডি’ সেজে যৌন নিপিড়ন: মালয়েশিয়ান যুবকের ১২ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: অনলাইনে নিজেকে একজন ধনী শ্বেতাঙ্গ ‘সুগার ড্যাডি’ হিসেবে পরিচয় দিয়ে নারীদের যৌনকর্মে বাধ্য করা এবং ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে ৩৮ বছর বয়সী রাজওয়ান্ত সিং গিল নারাজান সিংকে ১২ বছরের কারাদণ্ড এবং ১৫টি বেত মারার (strokes of the cane) নির্দেশ দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত।

অপরাধের ধরণ ও কৌশল:

ছদ্মবেশ ধারণ: রাজওয়ান্ত ‘মাইক’ সহ বিভিন্ন নামে অনলাইনে নিজেকে একজন অত্যন্ত ধনী শ্বেতাঙ্গ ব্যক্তি হিসেবে উপস্থাপন করতেন। তিনি নারীদের সঙ্গ এবং যৌন সম্পর্কের বিনিময়ে মাসে মোটা অংকের টাকা দেওয়ার প্রলোভন দেখাতেন।

ফাঁদে ফেলা: প্রলোভনে পড়ে নারীরা তাদের ব্যক্তিগত ছবি বা ভিডিও পাঠালে তিনি সেগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করতেন।

নাটকীয় উপস্থিতি: তিনি ভুক্তভোগীদের মালয়েশিয়ায় আমন্ত্রণ জানাতেন। সেখানে তিনি নিজে ওই কাল্পনিক ‘ধনী শ্বেতাঙ্গ’ ব্যক্তির গাড়ি চালক সেজে উপস্থিত হতেন এবং ভুক্তভোগীদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতেন।

আর্থিক ক্ষতি: আদালত সূত্রে জানা গেছে, এক ভুক্তভোগী নারী সম্মান বাঁচাতে এবং ভিডিও ফাঁস হওয়া রোধ করতে তাকে প্রায় ১,৮৩,০০০ সিঙ্গাপুরি ডলার (প্রায় ১,৪২,০০০ মার্কিন ডলার) দিতে বাধ্য হন।

১. যৌথ অভিযান: সিঙ্গাপুর পুলিশ এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশের একটি যৌথ গোপন অভিযানের মাধ্যমে রাজওয়ান্তকে গ্রেফতার করা হয়। ২. পুরানো অপরাধ: গত বছরও অন্য এক নারীকে প্রতারণা করার দায়ে তার সাড়ে চার বছরের জেল হয়েছিল। ৩. অপেক্ষমান মামলা: বর্তমানে এই সাজা ঘোষণা হলেও, আরও ১৩ জন নারীর করা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলাগুলো এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

‘সুগার ডেটিং’ ও ঝুঁকি:

আদালত এবং আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, তথাকথিত ‘সুগার ডেটিং’ (যেখানে বয়স্ক ও ধনী ব্যক্তিরা কম বয়সী সঙ্গীদের উপহার বা টাকার বিনিময়ে সঙ্গ প্রত্যাশা করেন) ক্ষেত্রবিশেষে অপরাধের বড় মাধ্যম হয়ে উঠছে। বিশেষ করে যখন এর আড়ালে প্রতারণা, যৌন শোষণ বা জবরদস্তি জড়িত থাকে, তখন তা কঠোর দণ্ডনীয় অপরাধ।

২০২১ সালে ‘সুগারবুক’ নামক একটি প্ল্যাটফর্ম নিয়েও মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ব্যাপক বিতর্ক ও আইনি কড়াকড়ি শুরু হয়েছিল।