Home Second Lead জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: উপকূলে সুনামি সতর্কতা জারি

জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: উপকূলে সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় অওমোরি উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৪ মিনিট) প্রশান্ত মহাসাগরের তলদেশে এই ভূমিকম্প উৎপন্ন হয়। প্রবল কম্পনের পরপরই উপকূলীয় এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

জাপান মেটিওরোলজি এজেন্সি (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে অওমোরি ও এর আশপাশের উপকূলে সর্বোচ্চ ১ মিটার পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস বা সুনামি আঘাত হানতে পারে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন উপকূলবর্তী এবং নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

প্রাথমিক খবর অনুযায়ী, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে শক্তিশালী কম্পনে ভবনগুলো কেঁপে ওঠায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে বেশ কিছু রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে দেশটির বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং সমুদ্রের পানির উচ্চতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কর্তৃপক্ষের মতে, মূল ভূমিকম্পের পর আরও ছোট ছোট পরাঘাত বা ‘আফটারশক’ অনুভূত হতে পারে, তাই জনসাধারণকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটি অতিমাত্রায় ভূমিকম্পপ্রবণ। চলতি ডিসেম্বরের শুরুতেও একই এলাকায় একটি বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। এরপর থেকে ওই অঞ্চলে ভূকম্পনজনিত অস্থিরতা বৃদ্ধি পেয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।