Home নির্বাচন মুন্সীগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’: সচেতনতায় সরব রাজপথ

মুন্সীগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’: সচেতনতায় সরব রাজপথ

মুন্সিগঞ্জে সুপার ক্যারাভান
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মুন্সিগঞ্জ:  “দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে যাত্রা শুরু করেছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই বিশেষ উদ্যোগ এখন জেলার মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

বর্ণাঢ্য উদ্বোধন আজ রবিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহীদ মিনার চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৌসুমী মাহাবুবসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং সর্বস্তরের নাগরিক।

ডিজিটাল প্রচারণায় নতুনত্ব উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়, ক্যারাভানের বিশাল ডিজিটাল স্ক্রিনে প্রচার করা হচ্ছে ভোটাধিকারের গুরুত্ব। ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বিগত সময়ে ভোটের অনিয়ম, কেন্দ্র দখলের চিত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট। স্ক্রিনে ভোটার নিবন্ধন ও যাচাইয়ের প্রক্রিয়াগুলো ডিজিটাল স্লাইডের মাধ্যমে সহজভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।

তরুণ প্রজন্মের জোয়ার ও জনমত: অনুষ্ঠানে কেবল বয়স্করাই নন, বরং তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ক্যারাভানের পাশে স্থাপন করা হয়েছে উন্মুক্ত লেখনী বোর্ড এবং জনমত বক্স। সাধারণ মানুষ ও যুবসমাজ তাদের মনের প্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাবনা লিখে এই বক্সে জমা দিচ্ছেন।

প্রশাসনের বার্তা ও পরবর্তী সূচি: উদ্বোধনকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, একটি সুস্থ, সুন্দর ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য নাগরিক সচেতনতা অপরিহার্য। এই সুপার ক্যারাভান সাধারণ মানুষকে তাদের ভোটের শক্তি সম্পর্কে সচেতন করবে। ১০টি প্রচারণামূলক যান নিয়ে গঠিত এই বহরটি আগামীকাল সোমবার গজারিয়া, টঙ্গিবাড়ী ও লৌহজং উপজেলায় এবং পরশু মঙ্গলবার শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় প্রচার কার্যক্রম চালাবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উদ্ভাবনী প্রচারণা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। আয়োজকদের আশা, এই কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণতন্ত্র ও ভোটাধিকার সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে যাবে।