বিজনেসটুডে২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান-এর হ্যাঙ্গার ডেক থেকে পিছলে লোহিত সাগরে পড়ে গেছে একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান। সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন নেভি।
ঘটনার সময় যুদ্ধবিমানটিকে হ্যাঙ্গার বেতে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। টানার কাজ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি ছোট টো ট্র্যাক্টরসহ সাগরে পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে, বিমানের ককপিটে থাকা পাইলট এবং ট্র্যাক্টর চালক ঝাঁপ দিয়ে নিরাপদে বের হযে আসতে সক্ষম হন। একজন নাবিক সামান্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন নেভি জানিয়েছে, “এফ/এ-১৮ই যুদ্ধবিমানটি যখন হ্যাঙ্গার বেতে টানা হচ্ছিল, তখন টিমটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে বিমান ও টো ট্র্যাক্টর উভয়ই সাগরে পড়ে যায়।”
জেটটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ১৩৬-এর অন্তর্ভুক্ত ছিল। বিমানের দাম আনুমানিক ৬০ মিলিয়ন ডলার বলে জানা গেছে। বিমানটি উদ্ধারে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ঘটনাটি তদন্তাধীন।
ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন এবং হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।