Home সারাদেশ দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক

দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুষ্টিয়া: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৭ মে) ভোররাতে সোনার বাংলা সড়কের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য ওই বাড়িটি ঘিরে ফেলে এবং অভিযান চালিয়ে দুজনকে আটক করে কালো রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাদের মধ্যে একজনের দাড়ি ছিল এবং অন্যজনের হাত বাঁধা ছিল।

প্রায় দেড় মাস আগে তারা বাড়িটি ভাড়া নিয়েছিলেন। ওই বাড়িতে আরও কয়েকজন শিক্ষার্থী থাকতেন। তাদের একজন জানালেন, অভিযানের সময় সকাল ৮টার দিকে পুরো এলাকা ঘিরে ফেলা হয়।

কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ সাংবাদিকদের বলেন, “এখানে আমাদের কোনো অভিযান ছিল না। এটা অন্য কোনো বাহিনী করতে পারে।  আমরা জানার চেষ্টা করছি।”