Home সারাদেশ সুষম সার ব্যবস্থাপনায় কৃষকদের প্রশিক্ষণ দিল বারি

সুষম সার ব্যবস্থাপনায় কৃষকদের প্রশিক্ষণ দিল বারি

মোঃমাসুদ রানা,রামগড়(খাগড়াছড়ি): ফসল উৎপাদনে সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রে একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর বারি ফসল উৎপাদন কর্মসূচির আওতাভুক্ত রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র।

কেন্দ্রটির সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা রকিবুল হাসান নিটোল-এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক এবং রামগড় হর্টিকালচার সেন্টারের উপপরিচালক শাহ মুহাম্মদ সাখাওয়াত হোসেন।

বক্তারা বলেন, ফসলের গুণগত মান ও উৎপাদনশীলতা বাড়াতে পুষ্টিকর উপাদানসমূহের সঠিক ব্যবহারের গুরুত্ব অপরিসীম। কৃষকেরা অনেক সময় সারের মাত্রা ও প্রয়োগ পদ্ধতি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েন। প্রশিক্ষণের মাধ্যমে এসব ভুল কমিয়ে আনা সম্ভব।

এ সময় কৃষকদের উদ্দেশ্যে তারা আরও বলেন, মাটির ধরন বুঝে সারের পরিমাণ নির্ধারণ, জৈব সার ও রাসায়নিক সারের সমন্বয় এবং সঠিক সময়ে প্রয়োগের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে অধিক লাভবান হওয়া সম্ভব।

প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় কৃষক, উদ্যোক্তা, সাংবাদিক এবং কৃষি গবেষণা কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের প্রশ্নোত্তর পর্ব ও বাস্তবিক সমস্যার সমাধানমূলক আলোচনাও অনুষ্ঠিত হয়।