বিনোদন ডেস্ক: টলিপাড়ার অন্যতম জনপ্রিয় দম্পতি সুস্মিতা রায় ও সব্যসাচী সম্প্রতি আলাদা আলাদা থাকছেন—এই খবরই এখন বিনোদন দুনিয়ার চর্চার কেন্দ্রবিন্দু। ব্যক্তিগত জীবনে চলমান টানাপোড়েনের ইঙ্গিত মিলছে তাঁদের সোশ্যাল মাধ্যম, বন্ধুবান্ধব এবং পেশাগত পরিসরের নানা সূত্র থেকে।
দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের সম্পর্ক ছিল স্বাভাবিক, পরিণত এবং অন্তর্মুখী। ক্যামেরার বাইরে এই দম্পতি কখনও খুব বেশি ব্যক্তিগত বিষয় সামনে আনেননি। তবে গত কয়েক মাস ধরে তাঁদের মধ্যে শীতলতা লক্ষ্য করা যাচ্ছে। কোনো পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত না থাকা, একে অপরের সঙ্গে ছবি না দেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় অনুপস্থিতি—সব মিলিয়ে অনেকে মনে করছেন, তাঁদের সম্পর্কে বড়সড় চিড় ধরেছে।
ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, “তাঁদের মধ্যে মনোমালিন্য দীর্ঘদিনের। কিন্তু এতদিন তা তারা সামলে রেখেছিলেন। এখন দুইজনেই কিছু সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।”
তবে সুস্মিতা রায় এই বিষয়ে এখনই স্পষ্টভাবে কিছু বলতে নারাজ। সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মানুষের জীবনে সবসময় সব কিছু যেমন চলে, তেমনই থাকবে—তা হয় না। কিছু কথা থাক না বলা, কিছু যন্ত্রণাও থাকে একান্ত নিজস্ব।”
অন্যদিকে, সব্যসাচীও কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে সোশ্যাল মাধ্যমে তাঁর সাম্প্রতিক কিছু পোস্ট থেকে বোঝা যাচ্ছে, তিনি একটি মানসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছেন।
ভক্তমহলে এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই সুস্মিতা–সব্যসাচীকে টলিউডের ‘স্টেবল কাপল’ হিসেবে দেখতেন। তাঁদের পরিণত দাম্পত্যের দৃষ্টান্ত বহুবার পেশাগত জীবনেও প্রশংসিত হয়েছে। এমন অবস্থায় তাঁদের দূরত্বকে অনেকেই এক দুঃখজনক পর্ব হিসেবে দেখছেন।
তবে এই বিচ্ছেদ এখনও আনুষ্ঠানিক নয়। অনেকে আশাবাদী, হয়তো এই বিরতিটাই তাঁদের সম্পর্ককে নতুন রূপে ফিরিয়ে আনবে।