বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: সেন্টমার্টিন দ্বীপে অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। টানা তিনদিন ধরে প্রবল জোয়ারের তোড়ে দ্বীপের বিভিন্ন অংশে লবণাক্ত পানি প্রবেশ করেছে লোকালয়ে, প্লাবিত হয়েছে শতাধিক ঘরবাড়ি। এতে আতঙ্কে রয়েছেন দ্বীপের অন্তত ১০ হাজার বাসিন্দা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, অমাবস্যার কারণে স্বাভাবিকের তুলনায় ১ থেকে ৩ ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হয়েছে। এর ফলে দ্বীপের বিভিন্ন এলাকায় ভাঙন সৃষ্টি হয়েছে, গাছপালা ভেঙে পড়েছে এবং লোকালয়ে ঢুকে পড়েছে সাগরের লবণাক্ত পানি। বহু পরিবার বাসস্থান ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।
একই সঙ্গে গত বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিন-টেকনাফ নৌরুটে যাত্রী ও মালবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। বাজারে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র প্রায় শেষ পর্যায়ে।
স্থানীয় ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমেই এই সংকট দেখা দেয়। তবে এবার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। কয়েকদিনের মধ্যে খাদ্য ও পানির চরম সংকট দেখা দেবে, যদি দ্রুত টেকনাফ থেকে পণ্য না পৌঁছায়।
টেকনাফের কাযুকখালীযাখালের ট্রলার টিকেট বিক্রেতা মোহাম্মদ ফারুক বলেন, সাগর উত্তাল হয়ে পড়ায় গত বৃহস্পতিবার থেকে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই মালিক সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে।
ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ জানান, আবহাওয়ার পূর্বাভাস ভালো না থাকায় ট্রলার চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। সর্বশেষ গত বুধবার তিনটি সার্ভিস ট্রলার সেন্টমার্টিনে গিয়েছিল। এরপর আর কোনো পণ্যবাহী নৌযান যায়নি।
বিএনপির স্থানীয় নেতা নুরুল আলম বলেন, জোয়ারের ধাক্কায় দ্বীপের চারপাশে ভাঙন তৈরি হয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও ব্লক ফেলা না হলে সেন্টমার্টিন মানচিত্র থেকেই হারিয়ে যাবে।
চেয়ারম্যান ফয়েজুল ইসলাম আরও জানান, তিনদিন ধরে দ্বীপে আটকে পড়েছেন দুই শতাধিক মানুষ, যারা টেকনাফ কিংবা কক্সবাজার গিয়েছিলেন পারিবারিক কাজে। তাদেরও ফিরে আসার কোনো উপায় নেই।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে আপাতত সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও চলাচল শুরু হবে।
সেন্টমার্টিনের পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com।