Home সারাদেশ খাগড়াছড়িতে সেরা ইউএনও নির্বাচিত রামগড়ের মমতা আফরিন

খাগড়াছড়িতে সেরা ইউএনও নির্বাচিত রামগড়ের মমতা আফরিন

সংগৃহীত ছবি
মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি): খাগড়াছড়ির নয়টি উপজেলার মধ্যে জেলা পর্যায়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় শ্রেষ্ঠ আয়োজক হিসেবে বেস্ট ইউএনও নির্বাচিত হয়েছেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন।

শুক্রবার (১৬ মে) খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে জেলা অফিসার্স ক্লাব হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে তাঁকে এই স্বীকৃতি প্রদান করা হয়। “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই শ্লোগানে আয়োজিত বিজ্ঞান সপ্তাহের আয়োজনে রামগড় উপজেলার সৃজনশীলতা, অংশগ্রহণ ও ব্যবস্থাপনায় মমতা আফরিনের নেতৃত্ব বিশেষভাবে প্রশংসিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার প্রমুখ।

মেলায় বিভিন্ন উপজেলার শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। তারা বৈজ্ঞানিক উদ্ভাবন, প্রকল্প প্রদর্শনী ও প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন করে। আয়োজকদের মতে, এই মেলা তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তোলার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে।

উল্লেখ্য, রামগড় উপজেলা বিভিন্ন সময় জনসচেতনতা ও উদ্ভাবনী কার্যক্রমে এগিয়ে এসেছে। এবারের বিজ্ঞান সপ্তাহের আয়োজনে ইউএনও মমতা আফরিনের নেতৃত্বে স্থানীয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি হয়, যা জেলা পর্যায়ে সর্বোচ্চ প্রশংসা কুড়ায়।