Home বিনোদন মাত্র ১১ টাকায় সোনম কাপুর! ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার অজানা গল্প

মাত্র ১১ টাকায় সোনম কাপুর! ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার অজানা গল্প

বিনোদন ডেস্ক: ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ভাগ মিলখা ভাগ’ শুধু বক্স অফিসেই সাড়া ফেলেনি, রীতিমতো এক ইতিহাস সৃষ্টি করেছিল। ভারতের কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের জীবনী অবলম্বনে নির্মিত এই ছবিটি যেমন দর্শকের হৃদয় জয় করেছে, তেমনি অর্জন করেছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রায় ৫৫টি সম্মানজনক পুরস্কার।

চলচ্চিত্রটি পরিচালনা করেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। মিলখা সিংয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করে নজর কাড়েন ফারহান আখতার। কঠোর পরিশ্রম, দারুণ শারীরিক প্রস্তুতি ও আবেগপ্রবণ অভিনয়ে ফারহান তুলে ধরেন এক ‘ফ্লাইং শিখ’-এর জীবনের ঘাম, কষ্ট ও সাফল্যের ইতিহাস। এই অভিনয়ের জন্য তিনি জেতেন সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

তবে সিনেমার আরেক চমক ছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বীরো চরিত্রে তাঁর উপস্থিতি সংক্ষিপ্ত হলেও তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে অবাক করা তথ্য হল, এই ছবির জন্য মাত্র ১১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সোনম কাপুর!

এর পেছনে কারণও হৃদয়স্পর্শী। সোনম জানিয়েছিলেন, মিলখা সিংয়ের প্রতি তাঁর অসীম শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তিনি এই সিনেমায় যুক্ত হন। কোন আর্থিক লাভ নয়, বরং এমন এক অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরার অংশ হতে পারাই ছিল তাঁর কাছে বড় পুরস্কার।

পুরস্কারপ্রাপ্তির দিক থেকেও ছবিটি ব্যতিক্রম। এটি জিতে নেয় ৬টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যার মধ্যে অন্যতম ছিল সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা। পাশাপাশি ১৪টি আইফা অ্যাওয়ার্ড এবং ২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায় ‘ভাগ মিলখা ভাগ’।

বিশ্বের বৃহৎ চলচ্চিত্র ডেটাবেজ আইএমডিবিতে ছবিটির রেটিং ৮.২। ভারতীয় বায়োপিক ঘরানার মধ্যে এটি অন্যতম সেরা বলেই মনে করেন সমালোচকরা।

যারা এখনো এই অনুপ্রেরণামূলক সিনেমাটি দেখেননি, তারা ইউটিউবে সাবস্ক্রিপশনের মাধ্যমে উপভোগ করতে পারেন।