Home আন্তর্জাতিক সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির তীব্র প্রতিবাদ পাকিস্তানের

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির তীব্র প্রতিবাদ পাকিস্তানের

 পাশে দাঁড়িয়েছে ওআইসি ও ২০টি দেশ

আন্তর্জািতিক ডেস্ক: সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের আনুষ্ঠানিক স্বীকৃতির তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এই পদক্ষেপে পাকিস্তানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) এবং আরও ২০টি মুসলিম প্রধান রাষ্ট্র।

এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি “চরম অবজ্ঞা”।

ইসরায়েলই প্রথম দেশ হিসেবে গত শুক্রবার সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, কাতার, ইরান এবং মিসরসহ ২১টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে বলা হয়েছে, সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ন করার এই প্রচেষ্টা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ইসরায়েলের এই সিদ্ধান্তের পেছনে ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করার কোনো গোপন উদ্দেশ্য থাকতে পারে। দেশগুলো স্পষ্টভাবে জানিয়েছে, কোনো দেশের অংশবিশেষকে এভাবে স্বীকৃতি দেওয়া একটি বিপজ্জনক নজির সৃষ্টি করবে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং যেকোনো আন্তর্জাতিক ফোরামে সোমালিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। পাকিস্তান মনে করে, ইসরায়েলের এই “সম্প্রসারণবাদী” নীতি জাতিসংঘের চার্টারের সরাসরি লঙ্ঘন।