বিনোদন ডেস্ক:
দু’বছর পূর্ণ না হতেই সৌরভ দাস ও দর্শনা বণিক দম্পতিকে ঘিরে ফের চর্চার ঝড়। টলিউডের এই জনপ্রিয় যুগলের সংসার ও ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে সমাজমাধ্যমে তাঁদের একসঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার প্রবণতা সেই আগ্রহকে আরও উসকে দেয়। তবে সম্প্রতি তাঁদের ঘিরে ছড়িয়েছে নতুন গুঞ্জন—দর্শনা কি মা হতে চলেছেন?
মূল গুঞ্জনের সূত্রপাত একটি পডকাস্ট সাক্ষাৎকার থেকে, যেখানে দর্শনা বলেছিলেন, “বিয়ে করেছি যখন, সন্তানের কথাও নিশ্চয়ই ভাবব। আমরা দু’জনেই শিশুদের খুব ভালোবাসি।” এই মন্তব্যের পর থেকেই গুঞ্জন শুরু—তা হলে কি অভিনেত্রী অন্তঃসত্ত্বা? তবে এখনই তা প্রকাশ্যে আনতে চাইছেন না?
এই সমস্ত গুজবে অবশেষে মুখ খুললেন দর্শনা। একেবারে সরাসরি ভাষায় জানিয়ে দিলেন, “সবটাই মিথ্যে খবর। ভুল খবর রটছে।” স্পষ্টতই এই মুহূর্তে কোনও মা হওয়ার পরিকল্পনা নেই তাঁদের। বরং তাঁরা দু’জনেই মন দিয়েছেন তাঁদের পেশাগত অগ্রগতিতে।
বিয়ের দেড় বছরের এই সময়কে দম্পতি বলেছেন বোঝাপড়া বাড়ার সময়। বিবাহবার্ষিকীতে আবেগঘন পোস্টে দর্শনা লিখেছিলেন, “তুমি আমার সঙ্গী, প্রিয় বন্ধু, আমার অপরাধের সঙ্গী, আমার হাসির সঙ্গী—আরও অনেক কিছু। আমাদের প্রতিটা দিন যেন সুখেই কাটে।”
দর্শনার এখন কাজের ব্যস্ততা তুঙ্গে। টলিউডের গণ্ডি ছাড়িয়ে তিনি হিন্দি ছবিতেও কাজ করছেন। জনপ্রিয় নির্মাতা বিক্রম ভট্টের প্রজেক্টে দেখা যাবে তাঁকে। অন্যদিকে সৌরভ দাস অভিনয় করছেন বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ, যেখানে তাঁর চরিত্র দর্শকদের সামনে এক ভিন্ন রূপে ধরা দেবে।
সব মিলিয়ে এখনই নতুন অতিথির আগমন নয়, বরং সৌরভ-দর্শনার জুটি তাঁদের প্রেম আর পেশা—দু’টোতেই জোর দিচ্ছেন সমানভাবে।