বিনোদন ডেস্ক:মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ের আবহে বর্তমানে টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁর প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের এই ‘রিল জুটি’র অফ-স্ক্রিন রসায়ন নিয়ে দানা বেঁধেছে প্রেমের জল্পনা।
জল্পনার সূত্রপাত
বসন্ত পঞ্চমীর ছবি: সরস্বতী পুজোর দিন সৌরভ ও শুভস্মিতার বেশ কিছু ঘনিষ্ঠ ও খুনসুটিমাখা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
অন্তরঙ্গতা: ছবিতে শুভস্মিতাকে সৌরভের বাহুলগ্না অবস্থায় এবং সৌরভের গালে হাত দিয়ে আদুরে ভঙ্গিতে দেখা গিয়েছে, যা দেখে অনুরাগীদের ধারণা—সম্পর্ক বন্ধুত্ব ছাড়িয়েছে।
সৌরভের স্পষ্টীকরণ
সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন সৌরভ চক্রবর্তী নিজেই:










