Home চট্টগ্রাম সীতাকুণ্ডে পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত

সীতাকুণ্ডে পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত

রবিউল হোসেন ফাহিম
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম):  সীতাকুণ্ডে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় রবিউল হোসেন ফাহিম (১৬) নামে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম উপজেলার ফেদাইনগর গ্রামের হারুন হোসেনের ছেলে। সে টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী জানান, ফাহিম সকাল ৯টার দিকে বিদ্যালয়ে প্রবেশ করার সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই মুহূর্তে একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা জানিয়েছেন, ফাহিম একজন মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র ছিল। তার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।

দায়িত্বহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি এলাকাবাসীর

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে অবস্থিত স্কুল হওয়া সত্ত্বেও এখানে কোনো স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং বা ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। তারা এ দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করছেন। একইসঙ্গে দায়ী চালকের শাস্তি ও বিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম চলছে।