Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে স্কুল শিক্ষিকা গ্রেপ্তার, শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ

যুক্তরাষ্ট্রে স্কুল শিক্ষিকা গ্রেপ্তার, শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ

জোসেলিন সানরোমান

আন্তর্জাতিক ডেস্ক:

মিশিগানের একটি চার্টার স্কুলের শিক্ষিকা, যে স্কুল ‘নৈতিক শিক্ষা’ বা নৈতিক গুণাবলির উপর বিশেষ গুরুত্ব দেয়, তিনি এক ১৬ বছর বয়সী ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অভিযোগপত্রে বলা হয়েছে, শিক্ষিকা নিজেই এই অবৈধ সম্পর্কের কথা অপর এক সহকর্মীকে জানান, এবং সেই সহকর্মী পরে পুলিশকে বিষয়টি জানান।

জোসেলিন সানরোমান, ২৬, পন্টিয়াক শহরের বাসিন্দা। তার বিরুদ্ধে তৃতীয় ডিগ্রির যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি ১৫ বছর কারাদণ্ড।

এই সম্পর্কটি ২০২৩ সালে গড়ে উঠেছিল বলে জানানো হয়েছে, যখন সানরোমান ওয়াটারফোর্ড টাউনশিপে অবস্থিত Oakside Prep Academy নামের একটি স্কুলে শিক্ষকতা করছিলেন। স্কুলটি ডেট্রয়েট শহর থেকে প্রায় ৩০ মাইল উত্তর-পশ্চিমে।

স্থানীয় গণমাধ্যম Click On Detroit জানিয়েছে, এখনও সানরোমানের আনুষ্ঠানিকভাবে আদালতে হাজিরা হয়নি, তবে ওকল্যান্ড কাউন্টি জেল কর্তৃপক্ষ তার মাগশট (গ্রেপ্তারের পর তোলা ছবি) প্রকাশ করেছে।

অভিযোগ অনুযায়ী, সানরোমান নিজেই আরেক শিক্ষককে জানান যে তিনি এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। সেই শিক্ষক সাহসিকতা ও দায়িত্ববোধ দেখিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

ওকল্যান্ড কাউন্টির প্রধান কৌঁসুলি কারেন ম্যাকডোনাল্ড বলেন, “একজন শিক্ষার্থীকে যৌনভাবে শোষণ করার জন্য তার ক্ষমতার অপব্যবহার করেছেন অভিযুক্ত। এটা শিক্ষকের ওপর অভিভাবক ও সমাজের যে আস্থা—তার ভয়াবহ বিশ্বাসভঙ্গ। একজন সাবেক শিক্ষক হিসেবে আমি সেই সহকর্মীকে ধন্যবাদ জানাই যিনি সঠিক সিদ্ধান্ত নিয়ে পুলিশকে বিষয়টি জানান।”

Oakside Prep Academy হচ্ছে National Heritage Academies নেটওয়ার্কভুক্ত একটি স্কুল, যা তাদের “Moral Focus” প্রোগ্রামের জন্য পরিচিত। স্কুলের ওয়েবসাইটে বলা হয়েছে, এই প্রোগ্রাম ছাত্রছাত্রীদের ভালো-মন্দ বিচার করার জ্ঞান গড়ে তোলে।