বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তির ডিজিটাল লটারি আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১০টায় কেন্দ্রীয়ভাবে এই লটারি কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহানগরী, জেলা সদর ও উপজেলা সদরে অবস্থিত সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য এই লটারি অনুষ্ঠিত হবে। মাউশির উপপরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী ভর্তি কমিটির সদস্য সচিব মো. ইউনুছ ফারুকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফলাফল জানা যাবে যেভাবে
ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে। প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট (https://gsa.teletalk.com.bd) থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন।
মাউশি জানায়, ফলাফল ডাউনলোড করার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানদের তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির কাছে ই-মেইলে পাঠাতে হবে এবং মাউশিকে অবহিত করতে হবে। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির জন্য ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।










