Home আকাশ পথ কান্ডলা থেকে উড়ার পর চাকা খুলে পড়ল স্পাইসজেটের

কান্ডলা থেকে উড়ার পর চাকা খুলে পড়ল স্পাইসজেটের

এভিয়েশন ডেস্ক: গুজরাতের কান্ডলা বিমানবন্দর থেকে মুম্বইগামী স্পাইসজেটের একটি বিমান উড়ার পরেই এক চাকা খুলে পড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ২:৩৯ মিনিটে কান্ডলা বিমানবন্দর থেকে উড্ডয়নকারী এসজি ২৯০৬ ফ্লাইটের ২৩ নম্বর রানওয়ে থেকে ওড়ার সময় এই ঘটনা ঘটে।

টাওয়ার কন্ট্রোলার দ্রুত বিষয়টি লক্ষ্য করেন এবং বিমানবন্দরের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। বিমানবন্দরের নিরাপত্তা ও জরুরি বিভাগের কর্মীরা তৎক্ষণাৎ রানওয়েতে গিয়ে পরীক্ষা করে নিশ্চিত হন, রানওয়েতে পড়ে থাকা বস্তুটি বিমানটির চাকা।

বিমানটির পাইলট অবিলম্বে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি নেন। বিমানবন্দর কর্তৃপক্ষ আগেভাগেই সমস্ত ধরনের ব্যবস্থা করে রেখেছিলেন যাতে বিমানটি নিরাপদে মুম্বইয়ে অবতরণ করতে পারে। অবশেষে, বিমানটি মুম্বই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এবং কোনো যাত্রী বা ক্রু সদস্যের ক্ষতি হয়নি।

স্পাইসজেটও এই ঘটনায় নিশ্চিত করেছে এবং জানিয়েছে, কীভাবে চাকা খুলে পড়ল তা তদন্ত করা হবে। কোম্পানির মুখপাত্র বলেন, ‘‘বিমানটি চাকা ছিঁড়ে পড়ার পরও নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।’’

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা সতর্কতা ও প্রস্তুতির ক্ষেত্রে বিমানবন্দর ও বিমান সংস্থার গুরুত্ব তুলে ধরে। উল্লেখযোগ্য, কয়েক মাস আগে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বিমানেও একই ধরনের চাকা সমস্যা দেখা দিয়েছিল, যা তৎকালীন অবস্থাতেও কোনো ক্ষতি ছাড়াই সমাধান করা সম্ভব হয়েছিল।