Home খেলাধুলা কুলদীপের জীবনে নতুন ইনিংস, বাগদান সারলেন বংশিকার সঙ্গে

কুলদীপের জীবনে নতুন ইনিংস, বাগদান সারলেন বংশিকার সঙ্গে

বিজনেসটুডে২৪ ডেস্ক:

ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার কুলদীপ যাদব এবার জীবনের সবচেয়ে বড় ইনিংস শুরু করতে চলেছেন মাঠের বাইরে। দীর্ঘদিনের শৈশবসঙ্গিনী বংশিকা গুপ্তার সঙ্গে লখনউতে ঘরোয়া আয়োজনে বাগদান সম্পন্ন করলেন তিনি। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে তাঁরা একে অপরের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দেন।

এই বিশেষ মুহূর্তে কুলদীপকে দেখা যায় অফ-হোয়াইট রঙের জমকালো সুতোর কাজ করা বন্ধগলা পোশাকে। অন্যদিকে, বংশিকা কমলা রঙের লেহেঙ্গায় অনন্য সৌন্দর্যে মুগ্ধ করেছেন উপস্থিত সবাইকে। দুজনের মধ্যকার দীর্ঘ সম্পর্ক, পারস্পরিক বিশ্বাস আর বন্ধুত্ব এই আনুষ্ঠানিকতার মাধ্যমে এক নতুন পর্যায়ে পৌঁছল।

কে এই বংশিকা?

বংশিকা গুপ্তা কুলদীপের ছেলেবেলার বন্ধু। বিভিন্ন মিডিয়া সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে এলআইসি-তে কর্মরত এবং ব্যক্তিগত জীবন সবসময় গোপন রাখতে পছন্দ করেন। বলিউডের গ্ল্যামার থেকে দূরে সাধারণ এক জীবনযাপনই তাঁর পছন্দ।

আগেই দিয়েছিলেন ইঙ্গিত
২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের পর দেশ ফিরে কুলদীপ সংবাদমাধ্যমকে বলেছিলেন যে তিনি কোনও বলিউড তারকাকে বিয়ে করছেন না। বরং এমন একজনকে জীবনসঙ্গী করতে চান, যিনি তাঁকে এবং তাঁর পরিবারকে বুঝতে পারবেন। এক সাক্ষাৎকারে কুলদীপ বলেছিলেন,“আপনাদের খুব শীঘ্রই সুখবর দিতে পারি। তবে তিনি কোনও অভিনেত্রী নন, একজন সাধারণ মানুষ, যিনি আমাদের সবাইকে গুরুত্ব দিয়ে বুঝতে পারেন।”
ক্রিকেট মাঠে কুলদীপের সাম্প্রতিক পারফরম্যান্স

২০২৫ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন কুলদীপ। মোট ১৪টি ম্যাচে নিয়েছেন ১৫টি উইকেট। গতবার যেখানে ১১ ম্যাচে তাঁর উইকেট ছিল ১৬টি। দুর্দান্ত সূচনা করলেও দিল্লি প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হয়।

সামনে ইংল্যান্ড সফর

আইপিএল শেষে এখন নজর ইংল্যান্ড সফরের দিকে। ২০ জুন থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কুলদীপ আছেন ভারতের ঘোষিত ১৮ সদস্যের দলে। এই সফরে তাঁকে দলে রাখা হয়েছে বিশেষজ্ঞ স্পিনারের ভূমিকায়, বিশেষ করে ইংলিশ কন্ডিশনে দলের ভারসাম্য বজায় রাখতে।

📌 আপনিও কুলদীপ ও বংশিকাকে শুভকামনা জানাতে শেয়ার করুন এই প্রতিবেদন। প্রেম, ক্রিকেট ও জীবনের এক অনন্য মেলবন্ধনের সাক্ষী হোন।
❤️ লাইক করুন, মন্তব্যে লিখুন ‘অভিনন্দন কুলদীপ ও বংশিকা!’