বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রংপুর: রংপুর-সৈয়দপুর মহাসড়কে ঘটল আরেকটি হৃদয়বিদারক দুর্ঘটনা। রাতের নিস্তব্ধতা ভেঙে, এক মুহূর্তেই নিভে গেল আখতারুজ্জামান নামের এক মোটরসাইকেল আরোহীর জীবনপ্রদীপ। শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে হাজীরহাট থানা এলাকার ভয়াবহ এই দুর্ঘটনা কেড়ে নেয় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম পশ্চিম গণিরাম এলাকার এই তরুণের প্রাণ।
রংপুর শহর থেকে মোটরসাইকেলে বাড়ির পথে রওনা দিয়েছিলেন আখতারুজ্জামান। হয়তো পরিবারের কারও জন্য কিছু নিয়ে যাচ্ছিলেন, হয়তো কেউ অপেক্ষা করছিল দরজার চৌকাঠে দাঁড়িয়ে। কিন্তু বাড়ি আর ফেরা হলো না তার।
স্থানীয়দের বরাতে জানা যায়, হাজীরহাট এলাকায় এক ট্রাককে ওভারটেক করতে গিয়ে তিনি বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি হন। এক হৃদয়বিদারক মুহূর্তে, বাস ও ট্রাকের মাঝখানে চিরতরে থেমে যায় তার গন্তব্য। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
খবর পেয়ে হাজীরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সড়কে তখন কান্না যেন গড়িয়ে পড়ে হর্নের শব্দে, লাল ব্রেক লাইটে থমকে যায় শত শত গাড়ি। দীর্ঘ যানজট সৃষ্টি হয় মহাসড়কে, কিন্তু পুলিশের তৎপরতায় তা কিছু সময় পর নিয়ন্ত্রণে আসে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিবুল ইসলাম জানান, ওভারটেকিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন আখতারুজ্জামান। পরে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই দুর্ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়—সড়ক শুধু গন্তব্যের পথ নয়, সেখানে এক মুহূর্তের ভুলে চিরতরে থেমে যেতে পারে জীবনের পথচলা। সড়কে সচেতনতা, নিয়ম মানা ও দায়িত্বশীলতা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।