বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১৫ লাখ টাকার নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেছে একদল দুর্বৃত্ত। শনিবার (২১ জুন) ভোররাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজার এলাকায় ঘটে এ ঘটনা।
ভুক্তভোগী চিকিৎসক মোর্শেদুল হক শরীফ জানান, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তারা হামলার শিকার হন। রাত আনুমানিক তিনটার দিকে ৭-৮ জনের একটি দল মই ব্যবহার করে বাড়ির দোতলায় উঠে পড়ে। মুখ গামছা দিয়ে বাঁধা ও দেশীয় অস্ত্র হাতে থাকা ডাকাতরা ঘরে ঢুকেই তাকে ও তার স্ত্রীকে বেঁধে ফেলে।
তিনি বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ কেউ ডাকছে শুনে ঘুম ভাঙে। এরপর দেখি একদল অস্ত্রধারী আমাদের ঘরে ঢুকে পড়েছে। তারা আমাকে এবং আমার স্ত্রীকে বেঁধে ফেলে এবং ঘরের আলমিরা, ওয়ারড্রপ তছনছ করতে থাকে। অস্ত্রের মুখে তারা স্ত্রীর কাছ থেকে মোবাইল ও চাবি ছিনিয়ে নেয়। পরে তারা দেড় লাখ টাকা নগদ এবং আনুমানিক ১০-১২ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার সম্পদ লুটে নেয়।’
ডাকাতরা প্রায় আধাঘণ্টা ধরে বাড়ির ভেতরে তাণ্ডব চালিয়ে চলে যায়। যাওয়ার সময় ভুক্তভোগীদের হুমকি দিয়ে জানায়, যেন পুলিশ বা সংবাদমাধ্যমকে জানানো না হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, ‘৯৯৯-এ ফোন পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আটকের জন্য অভিযান চলছে। ইতোমধ্যে অন্য এক ঘটনায় চারজন ডাকাতকে আটক করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।