Home সারাদেশ মানিকগঞ্জে রাতের অন্ধকারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

মানিকগঞ্জে রাতের অন্ধকারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

ছবি সংগৃহীত

 সিসিটিভি ফুটেজ উদ্ধার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকায় স্থাপিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ গভীর রাতে নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে এই আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভটির একটি উল্লেখযোগ্য অংশ পুড়ে কালো হয়ে গেছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন।

ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার এসে স্মৃতিস্তম্ভের সামনে থামে। এরপর গাড়ি থেকে দুজন ব্যক্তি নেমে আসে। তারা আগে থেকেই প্রস্তুত করে রাখা দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই তারা দ্রুত গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে আগুন লাগানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।