Home খেলাধুলা প্রেমেই সিলমোহর! স্মৃতি-পলাশের সম্পর্ক এবার প্রকাশ্যে

প্রেমেই সিলমোহর! স্মৃতি-পলাশের সম্পর্ক এবার প্রকাশ্যে

জন্মদিনে প্রেমিক পলাশ মুচ্চলের সাথেস্মৃতি মন্ধনা্ । ছবি ইনস্টগ্রাম

জন্মদিনে ভালবাসার বার্তা, পলাশের লেখায় হৃদয় ছুঁয়ে গেল মন্ধনাকে

বিনোদন ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধনার ২৯তম জন্মদিন শুক্রবার আরও বিশেষ হয়ে উঠেছিল। কারণ, সেই দিনেই সামাজিক মাধ্যমে প্রেম ও প্রেরণার মধুর বার্তা দিলেন সংগীত পরিচালক পলাশ মুচ্চল। এক আন্তরিক বার্তায় মন্ধনাকে জীবনের ‘‘শান্তি ও উচ্ছ্বাস’’ বলে উল্লেখ করেছেন পলাশ। জানিয়েছেন, তিনিই নাকি তাঁর সবচেয়ে বড় চিয়ার লিডার ও অনুপ্রেরণার উৎস।

পলাশ লেখেন, ‘‘একদম শুরু থেকে তুমিই আমার শান্তি এবং উচ্ছ্বাস। আমার সবচেয়ে বড় চিয়ার লিডার তুমি। তুমিই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করো। মাঠে এবং মাঠের বাইরে, চাপের মুহূর্তে কীভাবে এগিয়ে যেতে হয়, সেটা তুমিই শিখিয়েছো। শান্ত থেকেও কীভাবে দুর্দান্ত শক্তিশালী হওয়া যায়, তা আমি তোমার কাছেই দেখেছি। শুভ জন্মদিন, স্মৃতি।’’ লেখার সঙ্গে একটি ভালবাসার প্রতীকী চিহ্নও দিয়েছেন তিনি।

এই মিষ্টি বার্তার উত্তরে স্মৃতিও ভালবাসার প্রতীক দিয়ে ধন্যবাদ জানিয়েছেন পলাশকে। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি এতদিন, তবে এদিন সামাজিক মাধ্যমে এই বার্তা কার্যত সেই জল্পনাতেই সিলমোহর দিল।

এর আগেও গত ২২ মে, পলাশের জন্মদিনে প্রথমবার স্মৃতি তাঁদের একটি ছবি শেয়ার করেছিলেন। প্রেমিককে শুভেচ্ছা জানিয়েছিলেন সেই দিন। সেখান থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের সূত্রপাত। এবার সেই সম্পর্কই আরও নিশ্চিতভাবে ধরা দিল জনসমক্ষে।

এই মুহূর্তে স্মৃতি রয়েছেন ইংল্যান্ডে। ভারতের মহিলা দল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে এখন এক দিনের সিরিজ খেলছে। ওপেনার হিসাবে স্মৃতি মন্ধনা বিশ্বের সেরা খেলোয়াড়দের অন্যতম। ইতিমধ্যেই তিনি ৪৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন, যা মিতালি রাজের পরে এক দিনের ক্রিকেটে কোনও ভারতীয় মহিলা ব্যাটারের ক্ষেত্রে দ্বিতীয় ঘটনা।

ক্রিকেট মাঠে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার পাশাপাশি জীবনের মাঠেও এক অনন্য বন্ধনের সাক্ষী হলেন স্মৃতি ও পলাশ। জন্মদিনে যে বার্তা মিলল, তা যেন শুধু প্রেমের কথা নয়, এক গভীর শ্রদ্ধা ও অনুপ্রেরণার গল্পও।

👉  আরও খবর জানতে ভিজিট করুন বিজনেসটুডে২৪.কম