মার্কিন গায়ক এবং মোটাউন কিংবদন্তি স্মোকি রবিনসনের বিরুদ্ধে চার গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, ৫০ মিলিয়ন ডলারের মামলা
‘দ্য টিয়ার্স অব এ ক্লাউন’ গায়কের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে মামলার শুনানি শুরু
স্মোকি রবিনসন ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত ডেট্রয়েটভিত্তিক সংগীত দল ‘দ্য মিরাকলস’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তার গাওয়া ‘দ্য টিয়ার্স অব আ ক্লাউন’ গানটি ১৯৬৭ সালে বিপুল জনপ্রিয়তা অর্জন করে।
বিনোদন ডেস্ক:
মার্কিন গায়ক এবং মোটাউন কিংবদন্তি স্মোকি রবিনসনের বিরুদ্ধে চারজন প্রাক্তন গৃহপরিচারিকা যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে করা মামলায় বলা হয়েছে, ৮৫ বছর বয়সী এই সংগীতশিল্পী বারবার ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা ঘটিয়েছেন, দীর্ঘ সময়জুড়ে এবং প্রায়ই তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে।
মামলার নথি অনুযায়ী, ‘ট্র্যাকস অব মাই টিয়ার্স’ গানের জনপ্রিয় এই শিল্পী তার একজন গৃহপরিচারিকাকে অন্তর্বাস পরে নিজের শয়নকক্ষে ডেকে আনতেন এবং তার আপত্তি সত্ত্বেও যৌন নিপীড়ন চালাতেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চাকরি ছাড়ার আগ পর্যন্ত তিনি সাতবার এমন হামলার শিকার হন।
আরেকজন গৃহপরিচারিকা অভিযোগ করেছেন, চার বছর ধরে তাকে ২০ বারের বেশি যৌন নিপীড়ন করা হয়েছে। তৃতীয় নারী জানান, ১২ বছর ধরে চাকরির সময়ে বারবার তাকে যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হতে হয়েছে। চতুর্থ নারী অভিযোগ করেন, ২০০৭ সালে লাস ভেগাসে রবিনসনের ব্যক্তিগত সফরের সময় থেকে তিনি নির্যাতনের শিকার হয়ে আসছেন।
চার নারীর কারোর নামই মামলায় প্রকাশ করা হয়নি, যা যৌন নির্যাতনের মামলায় সাধারণত প্রচলিত নিয়ম।
মামলার দাবি অনুযায়ী, অভিযুক্তের খ্যাতি ও প্রভাবের কারণে নারীরা ঘটনাগুলো প্রকাশ করতে ভয় পান, এবং সামাজিকভাবে অপমানিত হওয়ার আশঙ্কায় নিরব থাকেন।
রবিনসনের স্ত্রী ফ্রান্সেস রবিনসনকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে—তার বিরুদ্ধে স্বামীকে প্রশ্রয় দেওয়া এবং কর্মপরিবেশকে শত্রুভাবাপন্ন করে তোলার অভিযোগ উঠেছে। এএফপি-কে দেওয়া ফোনালাপে তিনি জানান, এই অভিযোগ তার কাছে “অত্যন্ত বিস্ময়কর”, তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
স্মোকি রবিনসন ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত ডেট্রয়েটভিত্তিক সংগীত দল ‘দ্য মিরাকলস’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তার গাওয়া ‘দ্য টিয়ার্স অব আ ক্লাউন’ গানটি ১৯৬৭ সালে বিপুল জনপ্রিয়তা অর্জন করে।