Home আন্তর্জাতিক আরাফার দিনে হজের খুতবা দেবেন শায়খ সালেহ বিন হুমাইদ

আরাফার দিনে হজের খুতবা দেবেন শায়খ সালেহ বিন হুমাইদ

শায়খ সালেহ বিন হুমাইদ

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে প্রস্তুত হচ্ছে পবিত্র আরাফার ময়দান

আন্তর্জাতিক ডেস্ক:

আরাফা: পবিত্র হজের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দিবস  জিলহজ মাসের ৯ তারিখ, অর্থাৎ আরাফার দিনে এবারের খুতবা প্রদান করবেন সম্মানিত শায়খ সালেহ বিন হুমাইদ। রোববার এক ধর্মীয় ঘোষণা অনুযায়ী সৌদি আরবের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে শায়খের ওপর।

আরাফার দিনকে হজের মূল মর্মবাণী ও আত্মার পরিশুদ্ধির চূড়ান্ত মুহূর্ত হিসেবে ধরা হয়। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এই দিনে রোজা রেখে, ইবাদত ও কান্নাকাটায় মগ্ন হয়ে যান। আর হজে অবস্থানরত হাজিগণ সমবেত হন আরাফাতের পবিত্র ময়দানে। তাঁরা মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে প্রার্থনায় রত থাকেন।

এই দিনে খুতবাটি প্রদান করা হয় মসজিদে নামিরা থেকেে এবং তা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করার পূর্বমুহূর্তে। খুতবার এই মাহেন্দ্রক্ষণে হাজিগণ যেমন চোখের জলে তাওবা করেন তেমনি দূরদূরান্তের অগণিত মুসলমান হৃদয়ে হৃদয়ে অনুভব করেন ইসলামের ঐক্য ও আনুগত্যের মহিমা।

মসজিদুল হারাম ও মসজিদে নববির ধর্মীয় বিষয়ের প্রধান শায়খ আবদুররহমান আল-সুদাইস এই ঘোষণা দিয়ে পবিত্র দুই হারামের প্রতি বাদশাহ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যে গভীর দৃষ্টি ও দায়িত্ববোধ রয়েছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, “এই নিয়োগের মাধ্যমে পবিত্র দুই মসজিদের দায়িত্ব পালনে নেতৃত্বের আন্তরিকতা ও বিশ্বব্যাপী ইসলামী নেতৃত্বে সৌদি আরবের ভূমিকাই প্রতিফলিত হয়।”

খুতবার মাধ্যমে মুসলিম উম্মাহর প্রতি পৌঁছে দেওয়া হয় ঐক্য, সহনশীলতা, তাওহিদের বার্তা ও আত্মশুদ্ধির আহ্বান। এই বার্তা শুধু হাজিদের জন্য নয় বরং বিশ্ব মুসলিমের জন্য পথনির্দেশনা স্বরূপ।

এই ঐতিহাসিক দিনটি মুসলিম জাতির আত্মার উৎসর্গ, তাকওয়া ও হৃদয়স্পর্শী দোয়ার এক অনন্য নিদর্শন হিসেবে চিরকাল গর্বের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।