বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। মঙ্গলবার রাজধানীর বিজয় নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার উপস্থিত থেকে নতুন এই প্যাকেজ ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য খাওয়া ও কোরবানিসহ তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। বিশেষ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা এবং নতুন সাশ্রয়ী হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।
হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “সৌদি আরবের চূড়ান্ত খরচ এখনও পাওয়া যায়নি। তাই আমরা বিগত বছরের খরচের ধারাবাহিকতা অনুযায়ী সম্ভাব্য ব্যয় হিসাব করে প্যাকেজ প্রণয়ন করেছি। পরবর্তীতে সৌদি সরকার যদি খরচ বাড়ায় বা কমায়, তবে তা প্যাকেজ মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে। একইভাবে, বিমান ভাড়া কমলে সেটিও প্যাকেজ মূল্যে সমন্বয় করা হবে।”
প্রতি সৌদি রিয়াল ৩২ টাকা ৮৫ পয়সা হিসেবে হিসাব করে প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে। এ বছর কোরবানির অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মে পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় সরকারি ও বেসরকারি প্যাকেজে কোরবানির খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় খাবারের খরচ প্রতিটি প্যাকেজে অন্তর্ভুক্ত থাকলেও সরকারি ব্যবস্থাপনায় তা আলাদা ধরা হয়েছে।
হাব জানিয়েছে, ২০২৫ সালের তুলনায় এই বছরের বিশেষ হজ প্যাকেজ ৫১ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। গত বছর বিশেষ প্যাকেজের মূল্য ছিল ৬ লাখ ৯৯ হাজার টাকা, এবার তা বেড়ে হয়েছে ৭ লাখ ৫০ হাজার। সাধারণ প্যাকেজের খরচ ২৭ হাজার টাকা বাড়িয়ে ৫ লাখ ৫০ হাজার করা হয়েছে। নতুন সাশ্রয়ী হজ প্যাকেজ এবারই প্রথম ঘোষণা করা হলো।
হজযাত্রীর বিমান ভাড়া বাংলাদেশ অংশের ট্যাক্স ও চার্জ ব্যতীত নির্ধারণ করা হয়েছে। হাব জানিয়েছে, ২০২৬ সালের জন্য বিমান ভাড়া ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১২ হাজার ৯৯০ টাকা কম। এ বছর শতভাগ হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন হবে। ‘মক্কা-রুট-সার্ভিস-ইনিশিয়েটিভ’–এর আওতায় হজ ফ্লাইট নির্ধারিতভাবে পরিচালনা করা হবে এবং কোনো শিডিউল ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা যাবে না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে, ১৪৪৭ হিজরি সনের ৯ জিলহজ, পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন। প্রাথমিক নিবন্ধন ইতিমধ্যেই শুরু হয়েছে ২৭ জুলাই থেকে এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত।