Home আন্তর্জাতিক হাজিদের জন্য ১৩৬ স্থানে ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রস্তুত

হাজিদের জন্য ১৩৬ স্থানে ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় হজ মৌসুমে জরুরি চিকিৎসা সহায়তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের একটি বহর মোতায়েনের ঘোষণা দিয়েছে।  আজ ৪ জুন থেকে শুরু হতে যাওয়া এবারের হজে যেকোনো ধরনের স্বাস্থ্যগত বিপর্যয়ে দ্রুত সাড়া দিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চিকিৎসা সহায়তার অংশ হিসেবে মক্কা এবং এর বাইরের হাসপাতালগুলোতে হজের বিভিন্ন স্থান থেকে রোগীদের দ্রুত স্থানান্তর করা হবে। প্রতিটি উড়োজাহাজে থাকছে নিবিড় পরিচর্যা ইউনিটের মতো আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম, যাতে রোগীর অবস্থা স্থিতিশীল রাখা সম্ভব হয়।

চলতি বছর প্রায় ১২ লাখ ৫০ হাজার মুসলমান হজ পালনে অংশ নিচ্ছেন। ৪ থেকে ৯ জুন পর্যন্ত তাঁরা মক্কা, মিনা, মুজদালিফা ও আরাফাত পর্বতের পবিত্র স্থানগুলোতে যাবেন। এই সময়ে কোনো জরুরি স্বাস্থ্য সমস্যা দেখা দিলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে জন্য পবিত্র স্থানগুলোর কাছাকাছি জায়গায় উড়োজাহাজ মোতায়েন থাকবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লজিস্টিক ও চিকিৎসা টিম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব বিমান স্থানান্তর কার্যক্রম পরিচালনা করবে। সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গেছে, এটি হজ মৌসুমে সৌদি কর্তৃপক্ষের নেওয়া বড় স্বাস্থ্য উদ্যোগগুলোর একটি।

এর আগে সোমবার আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এবার হজে রোগীদের কাছে ওষুধ পৌঁছে দিতে ব্যবহার করা হবে ড্রোন। এই ড্রোনের সাহায্যে পূর্বে যেখানে গড়পড়তা এক ঘণ্টা সময় লাগত, এখন তা মাত্র ছয় মিনিটে পৌঁছে যাবে।

এই ড্রোন কার্যক্রম ১৩৬টিরও বেশি স্থানে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করবে। এতে ২ হাজারের বেশি ধরনের ওষুধ ও চিকিৎসা সামগ্রী অন্তর্ভুক্ত থাকবে যা হজ পালনরত মুসল্লিদের জরুরি সহায়তা নিশ্চিত করবে।

এ ধরনের উদ্যোগে সৌদি সরকার হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আগেভাগেই ব্যাপক প্রস্তুতির বার্তা দিচ্ছে।