Home সারাদেশ খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা, পুলিশের ধারণা সন্ত্রাসী গ্রুপের বিরোধ

খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা, পুলিশের ধারণা সন্ত্রাসী গ্রুপের বিরোধ

ছবি: এ আই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খুলনা: খুলনায় ইমরান মুন্সি (২৮) নামে এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নগরীর ২নং কাস্টমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান মুন্সি খুলনা নগরীর মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে। পুলিশ জানায়, তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র তৈরি ‘বি কোম্পানি’ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে ইমরান নতুন বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে তার পথরোধ করে। তাদের একজন ইমরানের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালালে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপ ‘পলাশ গ্রুপ’-এর সদস্যরা ইমরানকে হত্যা করেছে। হত্যাকারীরা গুলি চালানোর পর মোটরসাইকেলে করে পুলিশ লাইনসের দিকে পালিয়ে যায়।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।