Home First Lead দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত

রিয়াজ হামিদুল্লাহ্

ভারতের রাজধানী দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ্-র পরিচয়পত্র পেশের অনুষ্ঠান হঠাৎ করেই বাতিল করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ মে) বিকেল চারটায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) জমা দেওয়ার কথা থাকলেও, দুপুর ১২টার দিকে বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয় যে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

ভারত সরকারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আকস্মিক এক জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়ায় শুধু বাংলাদেশের নয়, আরও কয়েকটি দেশের হাইকমিশনারদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়। এটি পরে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

রিয়াজ হামিদুল্লাহ্ চলতি বছরের ৭ এপ্রিল দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছেন। তিনি একজন অভিজ্ঞ কূটনীতিক, এর আগে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত ও শ্রীলঙ্কায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রিয়াজ হামিদুল্লাহ্ বিসিএস ফরেন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনসহ নয়াদিল্লিতে অতীতেও বিভিন্ন পদে কাজ করেছেন। বর্তমানে তিনি দিল্লিতে নিযুক্ত সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।