Home আন্তর্জাতিক হজ মৌসুম সামনে রেখে আট ভাষায় সচেতনতা কিট

হজ মৌসুম সামনে রেখে আট ভাষায় সচেতনতা কিট

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

হজ মৌসুমকে কেন্দ্র করে বিশ্বজুড়ে আসা হাজিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় আট ভাষায় সচেতনতা কিট চালু করেছে।

 আরবি, ইংরেজি, ফরাসি, উর্দু, ফারসি, ইন্দোনেশীয়, মালয় ও তুর্কি এই আট ভাষায় প্রস্তুত করা হয়েছে স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা সম্বলিত কিট। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, “বহুভাষিক এই পদক্ষেপের উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যত বেশি সম্ভব হাজিকে সচেতন বার্তা পৌঁছে দেওয়া।”

সচেতনতা কিটের মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে গরমজনিত অসুস্থতা প্রতিরোধে নির্দেশনা। হাজিদেরকে রোদ থেকে রক্ষা পেতে ছাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এই কিটে রয়েছে সচেতনতামূলক ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারযোগ্য পোস্ট এবং প্রিন্টযোগ্য উপকরণ। তাছাড়া, কিটে উল্লেখ রয়েছে কোন কোন টিকা নেওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে মেনিনজাইটিস, করোনাভাইরাস, পোলিও ও হলুদ জ্বরের টিকা, যা হাজিদের নিজ নিজ দেশের ঝুঁকির ভিত্তিতে নেওয়া উচিত।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও পরামর্শ দিয়েছে, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হাজিদের যেন নিজের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখেন এবং প্রয়োজনীয় ওষুধ যথাযথ প্যাকেটসহ বহন করেন। পাশাপাশি ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি, পোলিও, হাম, চিকেনপক্স ও মাম্পস—এই রোগগুলোর টিকাও হালনাগাদ রাখার আহ্বান জানানো হয়েছে।

সারা বিশ্বের লাখো মুসল্লি প্রতিবছর হজ পালনে সৌদি আরবের মক্কা ও মদিনায় সমবেত হন। তাঁদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সৌদি সরকার নিয়মিত বিভিন্ন উদ্যোগ নেয়। চলতি বছরের হজ আয়োজনকে কেন্দ্র করেও শুরু থেকেই স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।