Home আন্তর্জাতিক হাতকড়া-শিকলেই নির্বাসন ভারতীয় নারী হরজিৎ কৌরকে

হাতকড়া-শিকলেই নির্বাসন ভারতীয় নারী হরজিৎ কৌরকে

হরজিৎ কৌর। ছবি: সংগৃহীত।
বিজনেসটুডে২৪ ডেস্ক: হাতকড়া পরিয়ে, পা বেঁধে যেন ভয়ঙ্কর অপরাধীর মতো আচরণ করা হয়েছিল ৭৩ বছরের প্রবীণ ভারতীয় নারী হরজিৎ কৌরের সঙ্গে। অথচ তিনি ছিলেন প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক নিরীহ অভিবাসী। কেবল কঠোর অভিবাসন নীতির শিকার হয়ে তাঁকে নির্বাসিত হতে হয়েছে।

আদতে পঞ্জাবের বাসিন্দা হরজিৎ কৌর ১৯৯২ সালে দুই সন্তানকে নিয়ে আমেরিকায় পাড়ি জমান। সান ফ্রান্সিসকোর বে এরিয়ায় দীর্ঘদিন বার্কলেতে একটি শাড়ির দোকানে কাজ করেছেন তিনি। নিয়মিত কর দিয়েছেন, হাতে ছিল বৈধ ওয়ার্ক পারমিট। তবু ২০১২ সাল থেকে তাঁর বিরুদ্ধে নির্বাসন প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত নিয়ম মেনে তিনি প্রতি ছয় মাস অন্তর অভিবাসন দপ্তরে হাজিরা দিতেন। সব কিছু মেনে চলার পরও ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর হঠাৎই তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আতঙ্কে কেঁপে উঠছেন হরজিৎ। তিনি বলেন, “আচমকাই তিন-চার জন এসে আমাকে ধরে নিয়ে যায়। একটি ঠান্ডা ঘরে আটকে রাখা হয়। আমি ঠান্ডায় কাঁপছিলাম, অথচ কেউ একটি কম্বলও দেয়নি। তারপর সারারাত আমাকে সেখানে আটকে রেখে সকালে হাতকড়া ও পা বেঁধে নিয়ে যাওয়া হয় যেন আমি কোনো ভয়ঙ্কর অপরাধী!”

শুধু তাই নয়, নিরামিষভোজী জেনেও তাঁকে এমন খাবার দেওয়া হয়েছিল যা তিনি মুখে তুলতে পারেননি। অন্য খাবার চাইলে মুখের উপরই ‘না’ বলে দেওয়া হয়েছিল। হরজিৎ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি ৩০ বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় ছিলাম। ওখানে আমার সন্তান, নাতি-নাতনিরা আছে। আমি শুধু ওদের সঙ্গে থাকতে চাই। কিন্তু ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি আমার জীবন ধ্বংস করে দিল।”

মানবাধিকার সংগঠনগুলো বলছে, হরজিৎ কৌরের ঘটনা যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসন নীতির অমানবিক দিক স্পষ্ট করে তুলেছে। প্রবীণ, অসুস্থ ও দীর্ঘদিনের অভিবাসীদের সঙ্গে এই ধরনের আচরণ শুধু নৈতিকভাবে নয়, মানবাধিকারের দিক থেকেও গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে।

ভারতে ফিরে আসলেও হরজিৎ কৌরের মন পড়ে রয়েছে আমেরিকাতেই—যেখানে তাঁর পরিবার ও তিন দশকের বেশি সময়ের স্মৃতি রয়ে গেছে।