বিনোদন ডেস্ক:
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডে ও নৃত্যশিল্পী নাতাশা স্তানকোভিচের ডিভোর্স হয়েছে প্রায় এক বছর। বিচ্ছেদের কারণ হিসেবে হার্দিকের অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা এবং পারস্পরিক দূরত্বকে দায়ী করা হয়। এ নিয়ে বলিউড ও ক্রীড়াজগত দুই জায়গায়ই কম আলোচনা হয়নি।
বিচ্ছেদের পর থেকেই নতুন এক গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে—হার্দিকের সঙ্গে বলিউড অভিনেত্রী এষা গুপ্তার ঘনিষ্ঠতা বাড়ছে। তাঁদের একসঙ্গে দেখা না গেলেও নেটমাধ্যমে কিছু সংকেত থেকে জল্পনার জন্ম নেয়।
অবশেষে এই প্রেমের গুঞ্জন নিয়ে নিজেই মুখ খুললেন এষা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“বেশ কয়েক মাস আমাদের মধ্যে কথা হয়েছিল। তবে আমি কখনো একে ডেটিং বলব না। হ্যাঁ, আমরা কথা বলতাম, হয়তো সম্ভাবনা ছিল, কিন্তু সেটা আর বাস্তব হয়নি।”
এষা আরও জানান, সময় ও পরিস্থিতির কারণে তাঁদের মধ্যে সম্পর্ক গভীর হয়নি এবং কোনো তিক্ততা কিংবা ভুল বোঝাবুঝিও তৈরি হয়নি।
বর্তমানে এষা গুপ্তা স্পেনে বসবাসকারী ব্যবসায়ী ম্যানুয়েল ক্যাম্পোস গুয়ালার সঙ্গে সম্পর্কে রয়েছেন। একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেছে, যার মধ্যে রয়েছে ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ডসও।
পেশাগত দিক থেকে, এষাকে শেষ দেখা গিয়েছে ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভারড’ ছবিতে ডিসিপি লক্ষ্মী রাঠির ভূমিকায়। শোনা যাচ্ছে, তিনি ‘হেরা ফেরি ৩’-তেও অভিনয় করতে পারেন। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ক্রিকেটার ও বলিউড তারকাদের সম্পর্ক নিয়ে বরাবরই জনমনে কৌতূহল থাকে। তবে এষা গুপ্তার বক্তব্য স্পষ্ট করে দিয়েছে—হার্দিকের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল, সম্পর্ক নয়।
✅ আপনার মতামত কী?
বলিউড ও ক্রিকেটারদের সম্পর্ক নিয়ে গুঞ্জন প্রায়শই শিরোনাম হয়।
এই ধরনের আলোচনার কী প্রভাব পড়ে তারকাদের ব্যক্তিগত জীবনে?
আপনার মতামত কমেন্টে জানান, আর প্রতিবেদনটি তথ্যবহুল মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
#হার্দিক_পাণ্ডে #এষা_গুপ্তা #বলিউড_গসিপ #ক্রিকেটার_সেলেব_রিলেশন #বিচ্ছেদ_ও_ভবিষ্যৎ