বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলা চালানো হয়। এতে তিনি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দলটির একাধিক শীর্ষস্থানীয় নেতা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় ১০-১২ জনের একটি মোটরসাইকেলচালিত দল হঠাৎ করে গাড়িটি ঘিরে ফেলে এবং ভাঙচুর চালায়। গাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং হাসনাতের হাতে আঘাত লাগে। ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
ঘটনার পর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লেখেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।”
এদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদও ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আবদুল্লাহ ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে। আশেপাশে যারা আছেন, দ্রুত এগিয়ে আসেন প্লিজ।”
জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “হাসনাত ভাই তখন ঢাকার দিকে আসছিলেন। হঠাৎ পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেল এসে তার গাড়ি লক্ষ করে হামলা চালায়। বর্তমানে তিনি ঢাকায় ফিরছেন।”
তবে এই হামলার কারণ বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এনসিপি সূত্রে জানা গেছে, এ বিষয়ে তারা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।