বিনোদন ডেস্ক: মুম্বইয়ের অভিনেত্রী হিনা খান যেন এক বিতর্কের কেন্দ্রে দাঁড়িয়ে। ক্যানসার, কেমোথেরাপি, কাজের প্রতি দায়বদ্ধতা সব মিলিয়ে তাঁকে নিয়ে আলোচনা থামছেই না। গত বছরের শেষ দিকে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা নিজেই প্রকাশ্যে এনেছিলেন হিনা। সেই অসুস্থতার মধ্যেই কেমোথেরাপির কষ্ট সহ্য করে নিয়মিত কাজ করে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কেমোর সময়কার যন্ত্রণা, মানসিক লড়াই এবং সাহসিকতা ভাগ করে নিচ্ছেন। কিন্তু এই সাহসও প্রশ্নের মুখে! একাংশ দাবি করছেন, হিনার কিছুই হয়নি, সবটাই নাকি লোক দেখানো।
এই বিতর্কের মাঝেই এবার নতুন করে প্রশ্ন উঠেছে তাঁর বিয়ে নিয়েও। গত জুনে বহু বছরের প্রেমিক রকি জসওয়ালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন হিনা। কিন্তু বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই তিনি হাজির হয়েছেন একটি রিয়্যালিটি শোয়ে, যার নাম ‘পতি পত্নী ও পঙ্গা’। স্বামী-স্ত্রীর সম্পর্ক ও দ্বন্দ্ব নিয়ে নির্মিত এই অনুষ্ঠানে জুটিতে অংশ নিয়েছেন হিনা ও রকি। আর এতেই জল্পনা তুঙ্গে এই শোয়ের প্রচারের জন্যই নাকি বিয়েটা করেছেন হিনা! অনেকেই বলছেন, এটি একটি ‘চুক্তির বিয়ে’।
অবশেষে মুখ খুললেন হিনা খান। অভিযোগ অস্বীকার না করেই, অনেকটা ঘুরিয়ে স্বীকার করলেন কিছু সত্যতা। তাঁর কথায়, “আমাদের বিয়েটা হওয়ার কথা ছিল গত বছর। কিন্তু আমার অসুস্থতার কারণে পিছিয়ে যায়। এই রিয়্যালিটি শোয়ের নির্মাতারা আমাদের প্রেমিক-প্রেমিকা হিসেবেই নিতে চেয়েছিলেন। কিন্তু অনুষ্ঠান যেহেতু ‘পতি পত্নী ও পঙ্গা’, তাই প্রেমিক-প্রেমিকা হয়ে অংশ নিতে চাইনি।”
এই বক্তব্যে আরও ঘনীভূত হয়েছে বিতর্ক। অনেকের মতে, শোয়ের ফর্ম্যাটের জন্যই বিয়ে এগিয়ে এনে অংশ নিয়েছেন তাঁরা, যা অনেকটা পরিকল্পিত বা ‘চুক্তিভিত্তিক’ বলেই মনে করছে একাংশ।
তবে হিনা নিজে এখনও লড়ছেন জীবন ও মৃত্যুর মাঝখানে। যন্ত্রণা সঙ্গী করে কাজ করে যাওয়ার প্রেরণা দিচ্ছেন অনেককে। কিন্তু তার মধ্যেও তাঁকে পিছু ছাড়ছে না বিতর্ক।