বিনোদন ডেস্ক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তাঁর স্ত্রী রিয়া মনিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে রিয়া মনি হিরো আলমের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ করেন এবং আবেগঘন কণ্ঠে কান্নায় ভেঙে পড়েন।
লাইভে রিয়া মনি বলেন, তার সংসার চলার সময় হিরো আলম পরকীয়ার সঙ্গে জড়িত ছিলেন। তিনি দাবি করেন, আলম মিথিলা নামের একজন মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন, যিনি পরে ধর্ষণ মামলা দায়ের করেছেন। এই ঘটনায় সংসারে টানাপোড়েন শুরু হলে রিয়া আলমকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন। কিন্তু তখন হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেন। বাধ্য হয়ে সংসারে থাকতে হয় রিয়াকে। রিয়া মনি অভিযোগ করেন, “হিরো আলমের চরিত্র পরিবর্তিত হয়নি, আমি আর নিতে পারছি না।”
তিনি লাইভে আরও বলেন, “তুমি আলম মানসিকভাবে ভেঙে পড়েছো, আমি তোমাকে বাঁচিয়েছি। এখন আমাকে তুমি ধ্বংস করতে আসো। তোমার মতো মানুষ কি আমাকে ধ্বংস করতে পারবে? তুমি পরকীয়া করেছো। সেই নারী ধর্ষণ মামলা দিয়েছে। আমার আল্লাহ থাকলে তুমি কিছু করতে পারবে না।”
রিয়া মনি হিরো আলমের অতীত সম্পর্কের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “আমি তোমাকে ভালোবেসেছিলাম। পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমার সঙ্গে বিয়ে করেছিলাম। তোমার সঙ্গে নাটক করি নাই। তোমার টাকা দিয়ে চলিও নাই। তোমাকে আমি লক্ষ লক্ষ টাকা দিয়েছি। সবশেষে ভালো থাকার প্রয়োজন, সেইটা তুমি রাখতে পারছ না। তাই আমাকে জ্বালাতে এসো না।”
তবে রিয়া মনি স্পষ্ট করেননি যে তিনি আলমকে ডিভোর্স দিচ্ছেন কি না। তাদের দাম্পত্য জীবনে নতুন টানাপোড়েনের ইঙ্গিত মিলেছে এক রহস্যজনক ফেসবুক পোস্টে। এর ফলে গুঞ্জন শুরু হয়েছে, রিয়া মনি হয়তো আবার তালাক দিতে যাচ্ছেন।
এভাবেই হিরো আলম ও রিয়া মনির সংসারে নতুন বিতর্কের অধ্যায় শুরু হলো, যা নেটিজেনদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে।