Home বিনোদন কক্সবাজারের ঝড় শেষে নতুন শুরু, স্বাভাবিক জীবনে ফিরছেন হিরো আলম

কক্সবাজারের ঝড় শেষে নতুন শুরু, স্বাভাবিক জীবনে ফিরছেন হিরো আলম

বিনোদন ডেস্ক: দেশের বহুল আলোচিত ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও শিরোনামে। সম্প্রতি স্ত্রী রিয়া মণিকে ঘিরে একাধিক বিতর্কের পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে খবর ছড়িয়ে পড়ে, হিরো আলম নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এই খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আবারও বাড়ি ফেরেন তিনি।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সংবাদমাধ্যমকে হিরো আলম বলেন, আগের থেকে অনেকটাই ভালো আছি। স্ত্রী রিয়া মণির সঙ্গে দাম্পত্য কলহের কারণেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি চলছিল। সেই চাপই শারীরিকভাবে প্রভাব ফেলেছিল।

সম্প্রতি তাদের দাম্পত্য জীবনে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল। হিরো আলম অভিযোগ করেন, স্ত্রী রিয়া মণি তাকে না জানিয়ে কক্সবাজারে গিয়ে অন্য এক ব্যক্তির সঙ্গে অবস্থান করেছিলেন। এ বিষয়ে এক সাংবাদিক বৈঠকে হিরো আলম জানান, রিয়া তাকে ফোনে বলেছিলেন তিনি ভাইয়ের বাড়িতে আছেন। কিন্তু ভিডিও কল ধরেননি। পরে তার নিজের লোকজনের মাধ্যমে কক্সবাজারের একটি হোটেলে রিয়ার অবস্থানের তথ্য পান। এমনকি রুম নম্বর ও ভিডিওসহ বিস্তারিত প্রমাণও তার হাতে আসে। এরপর তিনি আইনের আশ্রয় নেন এবং মামলা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে একসময় ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল তাদের সংসারে। তবে সবকিছু কাটিয়ে ওঠার চেষ্টা করছেন দুজনেই। হিরো আলম জানিয়েছেন, আমার সঙ্গে ঝগড়া করে রিয়া অন্য একজনের সঙ্গে শুটিং করতে চলে গিয়েছিল। কিন্তু এখন রাগ অনেকটাই কমে গেছে। কিছুদিন আলাদা ছিলাম আমরা। এখন আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি।

হাসপাতালে ভর্তি হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, অসুস্থ হওয়ার পর উপলব্ধি করেছি মানসিক শান্তি কতটা প্রয়োজন। জীবনে ভুল বোঝাবুঝি হলে তা আলোচনা করে মিটিয়ে ফেলা উচিত। আমি চাই পরিবারকে কেন্দ্র করেই আবার নতুন করে শুরু করতে।

এই ঘটনার আগে হিরো আলমকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা থাকলেও তিনি বরাবরই সংবাদমাধ্যমের সামনে খোলামেলা বক্তব্য রেখেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিবাদ ও মামলার পরও স্ত্রীর সঙ্গে সংসার টিকিয়ে রাখার ইচ্ছা প্রকাশ করে তিনি জানান, মানুষের জীবনেই ভুল হয়, কিন্তু শেষ পর্যন্ত মিলেই থাকতে হয়।

এখন ভক্ত ও শুভানুধ্যায়ীরা জানতে চাইছেন, এই নতুন অধ্যায় কতটা স্থায়ী হবে। তবে আপাতত হাসপাতাল থেকে ফিরে তিনি সংসার ও ব্যক্তিজীবন দুটোই নতুন করে গুছিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।


আপনার মতামত কমেন্টে লিখুন। সংবাদটি শেয়ার করুন, যাতে আরও মানুষ জানতে পারেন হিরো আলমের অসুস্থতা, দাম্পত্য জীবনের টানাপোড়েন এবং তার নতুন করে শুরু করার ইচ্ছার কথা।