বিনোদন ডেস্ক: আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আলোচনায়। সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এখন আর বিয়ে করার বয়স নেই। তবে নিজের তিন সন্তানকে মানুষ করার জন্য একজন মমতাময়ী মা খুঁজছেন তিনি।
হিরো আলম বলেন, “আমি এখন একা তিন সন্তানকে মানুষ করতে পারব না। আগে দুইটা বিবাহ করেছি। কিন্তু তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। তাই সংসারটা টেকেনি।”
নতুন করে বিয়ে বা কাজের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। কিন্তু একটা না একটা সমস্যা চলে আসে আমার জীবনে। নতুন সিনেমার গানের কাজ শেষ করেছি, সামনে মুক্তি পাবে। আরও কয়েকটা সিনেমা নিয়ে কথা চলছে।”
এদিকে, বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তার স্ত্রী রিয়া মনি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “সংসার করার সময় আলম ‘মিথিলা’ নামে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ায়। পরে সেই নারী আলমের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।”
রিয়া মনি জানান, এসব ঘটনার জেরেই তিনি আলমকে তালাকের নোটিশ পাঠিয়েছিলেন। তালাকের কাগজ হাতে পেয়ে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেন বলেও দাবি করেন তিনি। পরে বাধ্য হয়ে রিয়া মনি আবার সংসারে ফিরে এলেও, আলমের চরিত্রে পরিবর্তন আসেনি বলে অভিযোগ তার।
বর্তমানে হিরো আলম নতুন কাজের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। তবে ব্যক্তিগত জীবনের এসব টানাপোড়েনে তার ভক্তদের মধ্যে আবারও চলছে তীব্র আলোচনা-সমালোচনা।