Home বিনোদন হুমাইরা আসগরের মৃত্যু: হত্যার সম্ভাবনায় মামলা হচ্ছে

হুমাইরা আসগরের মৃত্যু: হত্যার সম্ভাবনায় মামলা হচ্ছে

হুমাইরা আসগর
বিজনেসটুডে২৪ ডেস্ক: পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। করাচির আদালত আইনজীবী ও পুলিশের প্রতিবেদন পর্যালোচনা করে পুলিশকে ফৌজদারি কার্যবিধি ১৫৪ ধারায় মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন।

ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের রায়ে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে হত্যার সম্ভাবনা রয়েছে। তাই হুমাইরার পরিবারের পক্ষ ও রাষ্ট্রকে বাদী করে এফআইআর দায়ের করতে হবে। আদালতের নির্দেশে তদন্ত আরও তীব্র ও বিস্তৃতভাবে চালানো হবে।

পিটিশনে দাবি করা হয়েছে, হুমাইরাকে হত্যা করা হয়েছে এবং তার মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট মেকআপ আর্টিস্টসহ কয়েকজনকে তদন্তের আওতায় আনতে হবে। এতে আরও বলা হয়, মৃত্যুর পরও মাসের পর মাস হুমাইরার ফোন সচল ছিল। পরিচিত এক মেকআপ আর্টিস্টের একাধিক কল তিনি ধরেননি এবং পরে হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি হঠাৎ সরিয়ে ফেলা হয়। এসব বিষয় রহস্য আরও গভীর করেছে।

গত ৮ জুলাই করাচির ডিফেন্স ফেজ-৬ এলাকায় একটি ফ্ল্যাট থেকে হুমাইরার ক্ষয়প্রাপ্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে, তিনি সম্ভবত আট মাস আগে মারা গেছেন। তদন্তকারীরা জানিয়েছেন, অর্থনৈতিক সমস্যায় ভুগছিলেন হুমাইরা এবং শেষবার সেপ্টেম্বর ২০২৪-এ একটি কমার্শিয়াল ফটোশুটে অংশ নেন। ফ্ল্যাট থেকে সংগৃহীত সামগ্রীর পরীক্ষায় পাওয়া গেছে সমুদ্র লবণ, যা দুর্গন্ধ নিবারণ ও পোকামাকড় দূর করতে ব্যবহৃত হয়।

পুলিশ জানিয়েছে, হুমাইরার ফোন অক্টোবর ২০২৪ পর্যন্ত সচল ছিল, যদিও ওই সময় তিনি কল রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি সরিয়ে ফেলা হয়। আদালতের নির্দেশের পর পুলিশ তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সমন্বয় করে তদন্ত এগিয়ে নিচ্ছে। মেকআপ আর্টিস্ট, ভাইসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এই পদক্ষেপ হুমাইরা আসগরের মৃত্যুর রহস্য উন্মোচনের পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে, যা ঘটনার প্রকৃত কারণ এবং সম্ভাব্য অপরাধীদের শনাক্ত করতে সহায়ক হবে।