বিনোদন ডেস্ক: পাকিস্তানের প্রখ্যাত মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগর আলির মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। করাচির ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) এলাকার ইত্তেহাদ কমার্শিয়াল ফেইজ-৬–এ অবস্থিত তার ভাড়া করা অ্যাপার্টমেন্ট থেকে সোমবার উদ্ধার করা হয় তার পচা-গলা মৃতদেহ। পুলিশ বলছে, অভিনেত্রীর মৃত্যু হয়েছে অন্তত নয় মাস আগে, ২০২৪ সালের অক্টোবর মাসে।
শুরুতে পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেছিলেন, দেহটি অন্তত এক মাস আগের বলে মনে হচ্ছে। কিন্তু পরবর্তীতে কল রেকর্ড, ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্ট, বাড়ির ফ্রিজে থাকা খাদ্যপণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় এবং আশপাশের বাসিন্দাদের সাক্ষ্য থেকে নিশ্চিত হওয়া গেছে, হুমায়রার মৃত্যু হয়েছিল অনেক আগেই—সম্ভবত ২০২৪ সালের অক্টোবরের দিকে।
ডিআইজি (দক্ষিণ) সৈয়দ আসাদ রেজা জানান, মৃতদেহের পাশের ফ্ল্যাটটি দীর্ঘদিন খালি ছিল, ফলে দুর্গন্ধ ছড়ালেও কেউ টের পাননি। এমনকি পাওয়ার সাপ্লাই অক্টোবরে বন্ধ করে দেয় কনিষ্ঠার্জি ইলেকট্রিক কর্তৃপক্ষ, কারণ বিল পরিশোধ করা হয়নি। অভিনেত্রীর ফোনের শেষ কলও হয়েছিল সেই মাসেই।
পুলিশ আরও জানিয়েছে, তার ফ্রিজে থাকা রুটি ও দুধের প্যাকেটের মেয়াদ শেষ হয়েছে সেপ্টেম্বর ২০২৪-এ। এছাড়া মোবাইল ফোনে থাকা দুইটি সিম-কার্ড অক্টোবরে নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিচেনের কন্টেইনারে মরিচ ও লবণের পাত্রে মরিচ ও লবণ জমাট বেঁধে যায়, জারে মরিচের গুঁড়ায় মরিচপোকা দেখা যায় এবং পাত্রে মরিচের স্তরও নষ্ট হয়ে যায় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
অভিনেত্রীর পরিবার, যাঁরা লাহোরে থাকেন, প্রথমে মৃতদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে পরবর্তীতে তার ভগ্নিপতি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং আজ বৃহস্পতিবার করাচি পৌঁছানোর কথা। এরমধ্যে করাচির বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদন জগতের মানুষ মরদেহ গ্রহণ করে দাফনের ব্যবস্থা করতে রাজি হয়েছেন।
পুলিশ সার্জন ও উচ্চপদস্থ কর্মকর্তারা বুধবার আবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ফ্ল্যাট থেকে নমুনা সংগ্রহ করেন, যেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন অপেক্ষা করা হচ্ছে রাসায়নিক পরীক্ষার রিপোর্টের।
হুমায়রা আসগর ২০১৪ সালে ‘ভিট মিস সুপার মডেল’ বিজয়ী হয়ে আলোচনায় আসেন। তিনি ‘জাস্ট ম্যারিড’, ‘এহসান ফারামোশ’, ‘চল দিল মেরে’, ‘গুরু’ সহ একাধিক টিভি নাটকে অভিনয় করেন। চলচ্চিত্রে তিনি ‘জালাইবি’ (২০১৫) ও ‘লাভ ভ্যাকসিন’ (২০২১)-এ দেখা দিয়েছেন। ২০২২ সালে রিয়েলিটি শো ‘তামাশা ঘর’-এ অংশ নিয়ে নতুন করে জনপ্রিয়তা পান।