Home বিনোদন জুহুর বিলাসবহুল ফ্ল্যাটে প্রেমিকা সাবা, মাসে ৭৫ হাজার ভাড়া নেবেন হৃতিক

জুহুর বিলাসবহুল ফ্ল্যাটে প্রেমিকা সাবা, মাসে ৭৫ হাজার ভাড়া নেবেন হৃতিক

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা হৃতিক রোশন এবার সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন। জানা গেছে, তিন বছরের সম্পর্কের মধ্যেই হৃতিক প্রেমিকা সাবা আজাদের জন্য জুহুতে অবস্থিত নিজের বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাট ভাড়া দিয়েছেন। তবে বিনামূল্যে নয়—প্রতি মাসে সাবাকে দিতে হবে ৭৫ হাজার টাকা ভাড়া।

হৃতিকের বহুতল ‘মন্নত অ্যাপার্টমেন্ট’-এর ১৫ তলায় অবস্থিত এই ফ্ল্যাটের আয়তন প্রায় ১,১০০ বর্গফুট। এতে তিনটি কামরা, সমুদ্রমুখী বারান্দা এবং আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা সহ সব বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে। যদিও ওই এলাকার সাধারণ ভাড়া প্রায় দুই লক্ষ টাকা, হৃতিক প্রেমিকাকে বিশেষ ছাড় দিয়ে ভাড়া দিয়েছেন।

সম্পর্কে বয়সের ফারাক যথেষ্ট। হৃতিকের বয়স চলতি বছর পঞ্চাশের কাছাকাছি, আর সাবা গত বছর ৩৮-এ পা দিয়েছেন। খ্যাতনামী তারকার সঙ্গে সম্পর্কের কারণে সাবা রাতারাতি মিডিয়ার আলোচনায় চলে এসেছেন। তবে তিনি জানিয়ে দিয়েছেন, এই কয়েক বছরে নিজের গায়ের চামড়া মোটা করে নিয়েছেন এবং সমালোচনা মোকাবিলা করতে শিখেছেন।

সাবার পরিবার নাট্য জগতের সঙ্গে যুক্ত। ছোটবেলায় তিনি জননাট্যমঞ্চে অভিনয় করেছেন। তবে বলিউডের সুপারস্টার হৃতিকের প্রেমিকা হওয়ার জন্য সাবাকে কিছু ব্যক্তিগত ত্যাগও করতে হয়েছে। তবু তারা সম্পর্ককে আনন্দ ও দায়িত্বের সঙ্গে এগিয়ে নিচ্ছেন, যেখানে হৃতিক প্রেমিকাকে নিজ ফ্ল্যাটে বাসার দায়িত্ব দিয়েও এক ধরনের সাদৃশ্যপূর্ণ স্বচ্ছতা দেখিয়েছেন।