Home শিক্ষা পারভেজ হত্যা মামলায় হৃদয় মিয়াজী গ্রেপ্তার

পারভেজ হত্যা মামলায় হৃদয় মিয়াজী গ্রেপ্তার

আসামি মো. হৃদয় মিয়াজী। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার আসামি মো. হৃদয় মিয়াজীকে (২৩) গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। মুরাদনগর উপজেলার মনাইরকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার ৫ নম্বর আসামি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাব-১১ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের হারুন-উর-রশিদের বাড়িতে অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। হৃদয় উপজেলার দুর্লব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে।

ঘটনার পর তিনি এলাকায় এসে মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন। গুঞ্জন রয়েছে গ্রেপ্তার হৃদয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার কমিটির যুগ্ম সদস্যসচিব।

উল্লেখ্য, শনিবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর বনানীতে পারভেজের সঙ্গে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। পরে দুই পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ক্যাম্পাস থেকে বের হওয়ার কিছুক্ষণ পর পারভেজকে ৩০ থেকে ৪০ জন যুবক ঘিরে ধরে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন, নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ এবং আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।