Home Third Lead আড়াই কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

আড়াই কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:  ধামরাইয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ কেতাবুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪। বুধবার (১২ নভেম্বর) সকালে সোমভাগ ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নজরুল ইসলামের বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক কেতাবুল ইসলাম (৫০) চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাংগা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি স্ত্রীসহ দীর্ঘদিন ধরে গোয়ালদী গ্রামের নজরুল ইসলামের বাড়িতে ভাড়া বাসায় থাকছিলেন।

র‍্যাব-৪ কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে কেতাবুলের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেতাবুল হেরোইন কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।