বিজনেসটুডে২৪ ডেস্ক: ভারতের রাজস্থানের উদয়পুরে বিরল ও চমকপ্রদ এক ঘটনা সম্প্রতি সকলের নজর কাড়েছে। ৫৫ বছর বয়সী রেখা গালবেলিয়া মঙ্গলবার স্থানীয় ঝাড়োল কমিউনিটি হেলথ সেন্টারে ১৭তম সন্তানের জন্ম দিয়েছেন। এই ঘটনাটি শুধু আশ্চর্য সৃষ্টি করেনি, একই সঙ্গে সামনে এসেছে পরিবারের দীর্ঘ দিনের আর্থিক ও সামাজিক সংগ্রামের চিত্র।
রেখার আগের ১৬ সন্তানের মধ্যে চার ছেলে ও এক মেয়ে জন্মের পরপরই মারা যায়। বাকি সন্তানের মধ্যে পাঁচজনের বিয়ে হয়ে গিয়েছে এবং তাঁদেরও সন্তান রয়েছে। পরিবারের মেয়ে শীলা কালবেলিয়া বলেন, “আমাদের অবস্থা খুব খারাপ। মা’র এতগুলো সন্তান আছে জেনে সবাই হতবাক।”
স্বামী কাভরা কালবেলিয়া জানান, “আমাদের নিজেদের ঘর নেই। সন্তানদের খাওয়ানোর জন্য মহাজনের কাছ থেকে ২০ শতাংশ সুদে টাকা ধার নিয়েছি। লক্ষ লক্ষ টাকা শোধ করলেও ঋণ মেটানো সম্ভব হয়নি। আমরা কাগজ কুড়িয়েই সংসার চালাই। বিয়ে, পড়াশোনার তো দূর, খাওয়ারই কোনো ঠিকঠাক ব্যবস্থা নেই।” সরকারি উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বরাদ্দ থাকলেও, জমি তাঁদের নামে না থাকায় তারা কার্যত গৃহহীনই থেকে গেছেন।
চিকিৎসক ডাঃ রোশন দারাঙ্গি জানান, প্রথমে পরিবারটি বলেছিল এটি মহিলার চতুর্থ ডেলিভারি। পরে জানা যায়, এটি তাঁদের ১৭তম সন্তান। তিনি সতর্ক করেছেন, এমন উচ্চ বয়সে মাতৃত্বে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি অনেক বেশি।
এই ঘটনা আবারও তুলে ধরল ভারতে স্বাস্থ্যসচেতনতার ঘাটতি, চিকিৎসা পরিষেবার সীমাবদ্ধতা এবং পরিবার পরিকল্পনায় ব্যর্থতার বিষয়টি। উল্লেখ্য, ২০১৯ সালে রাজস্থানের কোটায় ৬৫ বছর বয়সী এক মহিলার আইভিএফ-সন্তান জন্মের ঘটনা তীব্র বিতর্ক সৃষ্টি করেছিল।
বর্তমানে গালবেলিয়া পরিবারের পরিস্থিতি প্রশাসনের নজরে এসেছে। শিগগিরই তাঁদের জন্য খাদ্য, চিকিৎসা ও অর্থনৈতিক সহায়তা প্রদানের আশ্বাস পাওয়া গেছে। পরিবারের দীর্ঘদিনের সংগ্রাম, সন্তানসংখ্যার চ্যালেঞ্জ এবং আর্থিক সীমাবদ্ধতা এই ঘটনায় আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে।